ইরানের বার্তা সৌদিকে পৌঁছে দিয়েছে কুয়েত, এখনও জবাব আসেনি
(last modified Wed, 06 Nov 2019 11:19:30 GMT )
নভেম্বর ০৬, ২০১৯ ১৭:১৯ Asia/Dhaka
  • খালিদ জারাল্লাহ
    খালিদ জারাল্লাহ

কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালিদ জারাল্লাহ বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা বিষয়ক ইরানি বার্তা সৌদি আরব ও বাহরাইনকে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেছেন, বার্তা পৌঁছানো হলেও এখন পর্যন্ত জবাব আসেনি। এর আগে কুয়েতের দৈনিক আল-জারিদা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি কুয়েতের মাধ্যমে সৌদি আরব ও বাহরাইনের কাছে দু'টি চিঠি পাঠিয়েছেন।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি চিঠি পাঠানোর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট রুহানির চিঠিগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। মার্কিন চাপের কারণে প্রতিবেশী দেশগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হোক তেহরান তা চায় না।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। গত ২৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ