‘ইরাকের ওপর মার্কিন হামলা পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে আগ্রাসন’
https://parstoday.ir/bn/news/west_asia-i76380-ইরাকের_ওপর_মার্কিন_হামলা_পুরো_মুসলিম_উম্মাহর_বিরুদ্ধে_আগ্রাসন’
বাহরাইনের প্রভাবশালী শীর্ষ আলেম শেখ ইসা কাসিম ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর মার্কিন বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি মূলত পুরো মুসলিম বিশ্বের ওপর আগ্রাসন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০২, ২০২০ ১৭:২৩ Asia/Dhaka
  • বাহরাইনের প্রভাবশালী শীর্ষ আলেম শেখ ইসা কাসিম
    বাহরাইনের প্রভাবশালী শীর্ষ আলেম শেখ ইসা কাসিম

বাহরাইনের প্রভাবশালী শীর্ষ আলেম শেখ ইসা কাসিম ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির ওপর মার্কিন বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি মূলত পুরো মুসলিম বিশ্বের ওপর আগ্রাসন।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে শেখ ইসা কাসিম বলেন, ইরাকের জনপ্রিয় এ সংগঠনটির ওপর মার্কিন বাহিনীর বর্বর হামলা হবে তা অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল। অথচ এই সংগঠনটি ইরাকি জনগণের ধর্ম এবং মর্যাদাকে রক্ষা করে আসছে। তিনি বলেন, আমেরিকার এই হামলাকে শুধুমাত্র হাশ্‌দ আশ-শাবি ও  ইরাকের নিরাপত্তা, স্বাধীনতা, মুক্তিকামিতা, সভ্যতা এবং সম্পদের ওপর হামলা বলে বিবেচনা করলে চলবে না বরং পুরো মুসলিম উম্মাহর ওপর আগ্রাসন বলে বিবেচনা করতে হবে।

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির কয়েকজন সদস্য

বাহরাইনের এই প্রবীণ আলেম মার্কিন বর্বর হামলাকে পুরো মানবতার মর্যাদার জন্য বিপর্যয় বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মানুষের রুখে দাঁড়ানোর অধিকার রয়েছে এবং এটি তাদের অবশ্য পালনীয় কর্তব্য।

শেখ ইসা কাসিম ওই বিবৃতিতে আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি কিছু আরব দেশ ইরাকের জনপ্রিয় এই সংগঠনের উপর মার্কিন বর্বর হামলার প্রতি সমর্থন জানিয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

ইরাকে মোতায়েন মার্কিন সেনারা গত রোববার হাশ্‌দ আশ-শাবির অঙ্গ সংগঠন কাতাবি হিজবুল্লাহর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২