মোহাম্মাদ বিন নায়েফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ; হতে পারে মৃত্যুদণ্ড
-
প্রিন্স মোহাম্মাদ বন নায়েফ
আপন চাচা’সহ সৌদি রাজ পরিবারের তিন সিনিয়র সদস্যকে আটক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। রাজ পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
৩৪ বছর বয়সি যুবরাজ সালমান তার চাচা ও রাজা সালমানের ছোট ভাই প্রিন্স মোহাম্মাদ বন নায়েফসহ আরো দুজনকে আটকের নির্দেশ দিয়েছেন। রাজ পরিবারের অপর দুই সদস্যের একজন রাজা সালমানের একজন ভাতিজা এবং একজন সাবেক যুবরাজ রয়েছেন।

প্রকাশিত খবরে এসব আটকাদেশের কোনো কারণ জানানো হয়নি। তবে অপর মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালা জানিয়েছে, চাচা নায়েফ ও সাবেক ওই যুবরাজের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনেছেন যুবরাজ বিন সালমান।
সৌদি রাজতন্ত্রের এক সময়কার শক্তিশালী দাবিদার ওই দুই সিনিয়র সদস্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা বা রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।
প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে ২০১৭ সালের জুন মাস থেকে গৃহবন্দি করে রেখেছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এবার তাকে গৃহবন্দিদশা থেকে বের করে সোজা কারাগারে নিক্ষেপ করা হলো। শুক্রবার সকালে রাজ দরবারের গার্ডরা কালো পোশাক ও মুখে মাস্ক পরা অবস্থায় তিন প্রিন্সকে আটক করে এবং তাদের বাসভবনে তল্লাশি চালায়।
মার্কিন ভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে যেকেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এটি তারই বার্তা।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।