গোয়েন্দাবৃত্তির দায়ে নেতানিয়াহুর সাবেক অফিস সহকারি আটক
-
ইসরাইলি সামরিক বাহিনীর কয়েক জন সদস্য
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক অফিস সহকারি ইউহানান লোকারকে গোয়েন্দাবৃত্তির দায়ে আটক করা হয়েছে।
ইসরাইলি দৈনিক হারেৎয শুক্রবার এ খবর প্রকাশ করে বলেছে, নেতানিয়াহুর সাবেক সামরিক অফিস সহকারি গোয়েন্দাবৃত্তি করেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়েছে। তবে তিনি কোন দেশের হয়ে গোয়েন্দাবৃত্তি করেছেন তা উল্লেখ করা হয়নি। কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় খবরটি প্রকাশে বিলম্ব হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে।
পত্রিকাটি আরও লিখেছে, ইউহানান লোকার দীর্ঘ দিন নেতানিয়াহুর দপ্তরে কাজ করেছেন এবং নেতানিয়াহু নিজে তাকে এই পদে বসিয়েছিলেন। তাকে সামরিক বাজেট পর্যালোচনা কমিটির প্রধান হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছিল।
এর আগে ইউহানান লোকারকে ইসরাইলি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলেন।
গত বছর ফেব্রুয়ারিতে গোয়েন্দাবৃত্তির দায়ে নিজেদের এক সাবেক মন্ত্রীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের আদালত। ইরানের কাছে অতিগোপন তথ্যসহ বিভিন্ন ধরনের তথ্য পাচারের দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে তখন জানানো হয়।
তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলি ওই মন্ত্রীর গোয়েন্দাবৃত্তি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয় নি।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।