ডিসেম্বর ২৬, ২০২১ ১৭:৫৬ Asia/Dhaka
  • ডেসমন্ড টুটু
    ডেসমন্ড টুটু

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং বর্ণবাদ-বিরোধী লড়াইয়ের আইকন দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। আজ (রোববার) তার মৃত্যুর কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

ঘোষণায় প্রেসিডেন্ট রামাফোসা বলেন, আমাদের দক্ষিণ আফ্রিকানদের জন্য যারা স্বাধীনতা এনেছেন, তার অন্যতম আর্চবিশপ এমিরিটাস ডেসমন্ড টুটুর মৃত্যুতে আরেকটি শোকের অধ্যায় শুরু হলো। আমাদের জাতির অসামান্য এই নেতাকে বিদায় জানাতে হবেতিনি নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে অন্যদের থেকে আলাদা করেছেন। সার্বজনীন মানবাধিকারের একজন চ্যাম্পিয়নও তিনি

কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন টুটু। তাকে মাঝে মাঝেই দক্ষিণ আফ্রিকার নৈতিক বিবেক হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়া বর্ণবাদী রাজনীতি দ্বারা দশকের পর দশক ধরে বিভক্ত জাতিকে তিনি একত্রিত করেছেন

কোনো সহিংসতা ছাড়াই বর্ণবাদের বিরোধিতা করার জন্য ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এর এক দশক পরে তিনি বর্ণবাদী শাসকগোষ্ঠীর পতন দেখেন।  এক পর্যায়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণবাদী শাসনকালে সংঘটিত নৃশংসতা অনুসন্ধানে গঠন করা হয়েছিল এই কমিশন#
পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ