রাশিয়ার শত শত ট্যাংক ও বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
https://parstoday.ir/bn/news/world-i104478-রাশিয়ার_শত_শত_ট্যাংক_ও_বিমান_ধ্বংসের_দাবি_ইউক্রেনের
রাশিয়ার চার হাজার তিনশ' সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার হাজার তিনশ' রুশ সেনা নিহত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৮:০৬ Asia/Dhaka
  • রাশিয়ার শত শত ট্যাংক ও বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার চার হাজার তিনশ' সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার হাজার তিনশ' রুশ সেনা নিহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, রাশিয়ার অন্তত ১৪৬টি ট্যাংক, ২৬টি বিমান ও ২৬টি হেলিকপ্টার ধ্বংস করা সম্ভব হয়েছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কুনাশেঙ্কোভ সাংবাদিকদের বলেছেন, তাদের হামলায় ইউক্রেনের ৯৭৫টি সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।   

তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে আজই ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাঁদের লড়াইকে বীরত্বের সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দিত করেন।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা এখন প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন।

রাশিয়া দোনাবাস অঞ্চলের দোনেস্ক ও লোহানস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে।#   

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।