ইউক্রেনের এস-৩০০ এবং ১০টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i104840-ইউক্রেনের_এস_৩০০_এবং_১০টি_বিমান_ও_হেলিকপ্টার_ধ্বংস_করেছে_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০২২ ১৬:৪২ Asia/Dhaka
  • স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটিতে রুশ হামলা
    স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটিতে রুশ হামলা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে।

একইসঙ্গে গত ২৪ ঘন্টায় ইউক্রেন নিয়ন্ত্রিত একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং ১০টি বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছেরাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এসব তথ্য জানিয়েছেন

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিয়াপোলের সিটি কাউন্সিল আজ (রোববার) জানিয়েছে, তারা শহর থেকে নতুন করে বেসামরিক জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ায় প্রচেষ্টা শুরু করবে। গতকাল রাশিয়া পাঁচ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দফায় দফায় লঙ্ঘন করা হয়। এজন্য দুপক্ষই পরস্পরকে দোষারোপ করেছে

ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া 

পরদিকে, ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করার জন্য পোল্যান্ডের সাথে একটি চুক্তির প্রক্রিয়া নিয়ে কাজ করছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করছে- ইউক্রেনের চাপের কারণে তারা এই বিমান দিচ্ছে এবং এর ফলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিমান হামলা মোকাবেলা করতে সক্ষম হবে

গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও কলের মাধ্যমে আমেরিকার প্রায় ৩০০ আইন প্রণেতার কাছে আরো তহবিল সরবরাহ, তার দেশের আকাশসীমায় নো ফ্লাই জোন গঠন এবং রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানান। মার্কিন আইন প্রণেতারা তার অনুরোধে সাড়া দিয়ে এক হাজার কোটি ডলারের সহযোগিতা প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৬