দোনবাস দখলের যুদ্ধ শুরু হয়েছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
(last modified Mon, 18 Apr 2022 23:50:51 GMT )
এপ্রিল ১৯, ২০২২ ০৫:৫০ Asia/Dhaka
  • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল দখলের লক্ষ্যে রাশিয়ার অভিযান শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা দোনবাসে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ার খবর দিলেও এই প্রথম জেলেনস্কি নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করলেন।

তিনি সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, তার সরকার এখন একথার সত্যতা নিশ্চিত করছে যে, রাশিয়ার সেনাবাহিনী দোনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেছে। তিনি দাবি করেন, দোনবাস অঞ্চল রক্ষা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনী বহু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। রুশ সেনাবাহিনীর একটি বিশাল অংশকে দোনবাস হামলায় নিয়োগ দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যত বেশি সেনাই আনা হোক না কেন ইউক্রেনের সেনাবাহিনী দোনবাস রক্ষার চেষ্টা করবে।

এদিকে বৃহত্তর দোনবাস অঞ্চলের লুহানস্ক এলাকার গভর্নর তার নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে ‘নারকীয়’ বলে বর্ণনা করেছেন।

দৃশ্যত দোনবাস অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হলো। ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সেনারা পূর্ব সীমান্তের সবগুলো ফ্রন্টে বিশেষ করে দোনেস্ক, লুহানেস্ক ও খারকিভ দিয়ে দোনবাস অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ