তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়
https://parstoday.ir/bn/news/world-i107402-তালেবান_সরকার_ইরানের_সঙ্গে_সম্পর্ক_শক্তিশালী_করতে_চায়
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি গতকাল (রোববার) কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মোরতাজাভির সঙ্গে সাক্ষাতে একথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০২, ২০২২ ০৬:২৪ Asia/Dhaka
  • সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই
    সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি গতকাল (রোববার) কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মোরতাজাভির সঙ্গে সাক্ষাতে একথা জানান।

তিনি ইরান-আফগানিস্তান সীমান্তের কোথাও কোথাও সীমিত কিছু সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, আফগানিস্তানের ক্ষমতাসীনদের আচরণ থেকে আমি যা বুঝি তাতে তাদের মধ্যে ইরানের সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা দেখি না।

হামিদ কারজাই বলেন, তালেবান সরকার বরং ইরানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ আচরণ করতে এবং তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের ভেতরে এমন কিছু দুষ্টচক্র থাকতে পারে যারা দু’দেশের সীমান্ত সংঘাত বাধিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে চায়। এ ব্যাপার দু’দেশের শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।