বন্দি সেনাদের ওপর নির্যাতন চালিয়েছে ইউক্রেন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i110164-বন্দি_সেনাদের_ওপর_নির্যাতন_চালিয়েছে_ইউক্রেন_রাশিয়া
রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধক্ষেত্র থেকে আটক সেনাদের ওপর নির্যাতন চালিয়েছে ইউক্রেন। এসব সেনাকে বন্দী অবস্থায় মারধর করার পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়েছে তারা। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৫, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka
  • ইউক্রেনের সেনা
    ইউক্রেনের সেনা

রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধক্ষেত্র থেকে আটক সেনাদের ওপর নির্যাতন চালিয়েছে ইউক্রেন। এসব সেনাকে বন্দী অবস্থায় মারধর করার পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়েছে তারা। 

রাশিয়ার তদন্ত কমিটি আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের হাতে আটক থাকা সেনাদের ওপর অমানবিক ব্যবহারের বিষয়ে তারা প্রমাণ পেয়েছে। এই কমিটি ইউক্রেনের সেনাদের গুরুতর অপরাধ নিয়ে তদন্ত করছে। দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কয়েকদিন পর মস্কো এ অভিযোগ করল। গত সপ্তাহে দু দেশই ১৪৪ জন করে বন্দী সেনা বিনিময় করে। 

রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, মুক্তি পাওয়া রুশ সেনারা কী ধরনের সহিংসতার মুখোমুখি হয়েছেন সে সম্পর্কে কমিটিকে জানিয়েছে। এর মধ্যে এক সেনা বলেছেন, তাকে ইউক্রেনের ডাক্তাররা অ্যানেসথেশিয়া না দিয়েই অপারেশন করেছেন এবং বৈদ্যুতিক লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এছাড়া, কয়েকদিন ধরে কোনো খাদ্য ও পানি দেয়া হয় নি তাকে। 

অন্য একজন রুশ সেনা জানিয়েছেন, তাকেও মারাত্মকভাবে মারধর করা হয়েছে এবং ইউক্রেনের ডাক্তাররা তার ক্ষততে খুঁচিয়েছে। 

রাশিয়ার তদন্ত কমিটি মুক্তি পাওয়া সেনাদের এসব বর্ণনা উল্লেখ করে বলেছে, ইউক্রেন যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে।#


পার্সটুডে/এসআইবি/৫