অবশেষে পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
-
বরিস জনসন
চাপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী অক্টোবরে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। বরিস জনসনের মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন।
এখন পর্যন্ত প্রায় ৫০ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর ফলে বরিসের ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। দলের কয়েকজন নেতা দাবি তুলেছেন, বরিসকে এখনই প্রধানমন্ত্রির পদ থেকেও সরে দাঁড়াতে হবে, অক্টোবর পর্যন্ত তাকে সুযোগ দেওয়া ঠিক হবে না।
এদিকে, আগামী অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর পদটি ধরে রাখলেও আজই তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দল থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী পদত্যাগ করেন। তারপরই গতকাল বুধবার শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রীসহ আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেন।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগের পর বরিস জনসনের ওপর চাপ বাড়তেই থাকে।
জনসন নিজের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডির সাথে কথা বলেন। অক্টোবরে জনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন করা হবে। আর সম্মেলনে নির্বাচিত নতুন নেতাই প্রধানমন্ত্রী পদে জনসনের স্থলাভিষিক্ত হবেন।
একজন কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যের (এমপি) বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ প্রধানমন্ত্রী আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভের সূত্রপাত্র হয়েছিল।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।