ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ
-
ইরানি সীমান্তরক্ষী
আফগানিস্তানের তালেবান বাহিনীর সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ হয়েছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনী সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেছে, এতে তাদের কোনো সদস্য হতাহত হয়নি।
আজ বিকালে ইরানের উত্তরে সিস্তান-বালুচিস্তান প্রদেশের হিরমান্দ সীমান্তে এই সংঘর্ষ ঘটে। তালেবান বাহিনী ইরান ভূখণ্ডের কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি চালালে ইরানিরাও পাল্টা জবাব দেয়।
কিছু আফগান সূত্র দাবি করেছে, ইরানি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে তালেবান বাহিনীর একজন নিহত এবং একজন আহত হয়েছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
অপর একটি সূত্র দাবি করেছে, আফগান ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয় এমন একটি এলাকায় তালেবান বাহিনী তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষ আপাতত বন্ধ রয়েছে।
ইরান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই মুসলিম দেশের নেতারাই সব সময় সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়ে আসছেন।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।