উত্তর কোরিয়ার আইন সংশোধন, আগেভাগে পরমাণু হামলার পথ উন্মুক্ত
https://parstoday.ir/bn/news/world-i113026-উত্তর_কোরিয়ার_আইন_সংশোধন_আগেভাগে_পরমাণু_হামলার_পথ_উন্মুক্ত
উত্তর কোরিয়া নতুন একটি আইন পাস করেছে যাতে নিজেকে পরমাণু অস্ত্রধারী শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় কোনো দেশের পক্ষ থেকে পরমাণু হামলার আগেই উত্তর কোরিয়া শত্রুর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২২ ১৬:৪৫ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র
    উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া নতুন একটি আইন পাস করেছে যাতে নিজেকে পরমাণু অস্ত্রধারী শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইনের আওতায় কোনো দেশের পক্ষ থেকে পরমাণু হামলার আগেই উত্তর কোরিয়া শত্রুর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারবে।

উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গতকাল (বৃহস্পতিবার) এই আইন পাস করে যাতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের অধিকারী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ এ খবর দিয়েছে। এই আইনে পরিষ্কার করা হয়েছে কোন প্রেক্ষাপটে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারবে এবং কখন এই অস্ত্র দিয়ে শত্রুর বিরুদ্ধে হামলা চালাতে পারবে। 

আইনে বলা হয়েছে যদি ন্যাশনাল নিউক্লিয়ার ফোর্সের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম শত্রু বাহিনীর হামলার মুখে বিপদের সম্মুখীন হয় তখন স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতিতে হামলা চালানো যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করবে তার আগে এই আইন পাস করে তার পথ পরিষ্কার করা হলো।

উত্তর কোরিয়া নেতা কিম জং উন বলেছেন, জাতীয় সংসদ উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রের অধিকারী বলে যে ঘোষণা দিয়েছে তা পরিবর্তনযোগ্য নয়। কিম জং বলেন, এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে, এর মাধ্যমে অপরিবর্তনযোগ্য একটি অবস্থান ঘোষণা করা হয়েছে যার কারণে কেউ দেশের পরমাণু অস্ত্র নিয়ে দর কষাকষি করতে পারবে না। জাতীয় সংসদ পরমাণু নিরস্ত্রীকরণের বিধিনিষেধ দিয়ে দিয়েছে।

কিম জং সুস্পষ্ট করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদ থাকবে এবং আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের তৎপরতা চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরমাণু শক্তি বাড়ানোর প্রক্রিয়া থামবে না।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।