ইউক্রেন সংকট:
পুতিনের অভিধানে 'পরাজয়' বলে কোনো শব্দ নেই: সেবাস্তিয়ান কুর্জ
অস্ট্রিয়ার প্রাক্তন চ্যান্সেলর বলেছেন, পুতিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই।
সেবাস্তিয়ান কুর্জ জার্মান ম্যাগাজিন বিল্ডের সাথে এক সাক্ষাত্কারে ইউক্রেন পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন: ইউরোপীয় ইউনিয়নের উচিত যত দ্রুত সম্ভব ইউরোপে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি রোধ করার স্বার্থে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করা। কুর্জ বলেন: সবাই ইউক্রেনের বিজয় কামনা করছে অথচ পুতিনের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নেই।
বছর খানেক আগে পদত্যাগকারী অস্ট্রিয়ার এই চ্যান্সেলর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অত্যন্ত ভদ্র একজন রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন। কয়েক সপ্তাহ আগে পুতিন এক বক্তৃতায় বলেছিলেন: রাশিয়া তার ভূখণ্ড রক্ষায় তাদের সকল হাতিয়ার কাজে লাগাবে। প্রয়োজনে তারা পারমাণবিক বোমাও ব্যবহার করবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
রাশিয়া পারমাণবিক বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো সম্প্রতি দাবি করেছে।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।