ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১৫:৪০ Asia/Dhaka
  •  রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল মস্কো

ইউক্রেন সংঘাতে আমেরিকা দিন দিন ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ায় এবং ক্রমেই আগ্রাসী ভূমিকা গ্রহণ করার কারণে রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। 

গতকাল এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেইসিকে তলব করার কথা জানায়। তলবে করে মার্কিন রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদমূলক চিঠি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, ইউক্রেন ইস্যুতে আমেরিকা রাশিয়ার সঙ্গে সমস্ত ক্ষেত্রে গভীর সংঘাতে জড়িত হচ্ছে যা হিতে বিপরীত হবে। ইউক্রেন থেকে মার্কিন সেনা এবং সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করতেও আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে।

এতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইউক্রেন থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি রুশ-বিরোধী সমস্ত তৎপরতা বন্ধ করতে হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দেয়া এবং গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে হামলায় সহায়তা করার মধ্যদিয়ে প্রমাণ হয় যে, ইউক্রেন সংঘাতে আমেরিকা কোনো পক্ষ নয় বলে যে দাবি করে আসছে তা সম্পূর্ণ মিথ্যা।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ