দুই দিনের রাষ্ট্রীয় সফর
চীন-রাশিয়ার সম্পর্ক অন্য কোনো দেশের জন্য হুমকি নয়: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সাথে তার দেশের সম্পর্ককে অন্য কোন দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত হবে না। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছে আজ (বৃহস্পতিবার) একথা বলেন তিনি।
পুতিন বলেন, মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ও অংশীদারিত্বকে বিশ্বের স্থিতিশীলতা প্রতিষ্ঠার শক্তি হিসেবে দেখা উচিত।
রাজধানী বেইজিং পৌঁছে প্রেসিডেন্ট পুতিন চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। চলতি মাসে ভ্লাদিমির পুতিন পঞ্চম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এরপর তিনি প্রথম বিদেশ সফরে চীন গেলেন।
তিনি বলেন, “চীন-রাশিয়ার সম্পর্ক সাময়িক কোনো বিষয় নয় এবং এটি কারোর বিরুদ্ধেও নয়। আমাদের মধ্যকার সহযোগিতা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ একটি নিয়ামক শক্তি। আমরা বহুমুখী বাস্তবতা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায্যতার নীতি এবং গণতান্ত্রিক বিশ্বব্যবস্থাকে রক্ষা করছি।"
একদিকে ন্যাটো এবং অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করছেন। পশ্চিমা সরকারগুলো মস্কো এবং বেইজিংকে আগ্রাসন ও জবরদস্তির জন্য অভিযুক্ত করছে।
কয়েক বছর থেকে ইউক্রেন যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগর নিয়ে রাশিয়া ও চীনের সাথে পশ্চিমাদের সামরিক উত্তেজনা চলছে। অনেকেই বলে থাকেন, চীনের সমর্থন নিয়েই মূলত রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাশাপাশি পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতেও যোগ দিতে অস্বীকার করেছে বেইজিং।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।