ইসরাইল ক্ষুধার্তদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে: ব্রিটিশ সঙ্গীত তারকা
-
বব গেলডফ, একজন সুপরিচিত ব্রিটিশ শিল্পী এবং গীতিকার
পার্সটুডে-ইসরাইলের মুখপাত্র হামাসকে গাজায় দুর্ভিক্ষের জন্য অভিযুক্ত করার পর জনপ্রিয় ব্রিটিশ শিল্পী ও গীতিকার ইসরাইলি নেতাদের "মিথ্যাবাদী" বলে অভিহিত করেছেন।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলের মুখপাত্র ডেভিড মানসারের দাবির পরিপ্রেক্ষিতে সুপরিচিত ব্রিটিশ শিল্পী এবং গীতিকার বব গেলডফ ওই মন্তব্য করেন। ইসরাইলি কর্মকর্তারা দাবি করেছিলেন: গাজার দুর্ভিক্ষের জন্য ইসরাইল দায়ী নয়। ওই দাবির পর বব গেলডফ ইসরাইলি কর্মকর্তাদেরকে "মিথ্যাবাদী" বলে অভিহিত করেছেন।
স্কাই নিউজ স্টুডিওতে উপস্থিত হয়ে ডেভিড মানসার দাবি করেছিলেন: হামাস তার জনগণকে ক্ষুধার্ত রাখছে। মানসার গাজার ব্যাপক দুর্ভিক্ষের জন্য ইসরাইলের ভূমিকা অস্বীকার করেছেন।
কিন্তু গেলডফ ওই চ্যানেলের স্টুডিওতে উপস্থিত হয়ে উপস্থাপককে বলেছেন: 'ইসরাইলি দৃষ্টিভঙ্গি হলো: দুর্ভিক্ষের কারণ ইসরাইল নয়, হামাস। হামাসের কারণেই নাকি গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে'। তিনি ইহুদিবাদীদের মিথ্যাবাদী বলে অভিহিত করেন। তাদের দৃষ্টিভঙ্গিকেও মিথ্যা বলে মন্তব্য করে বলেন: "তারা মিথ্যা বলছে। [বেনিয়ামিন] নেতানিয়াহু মিথ্যা বলছেন, তিনি একজন মিথ্যাবাদী। ইসরাইলি সেনাবাহিনী মিথ্যা বলছে। তারা ক্ষুধার্ত, ভীত এবং ক্লান্ত মায়েদের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে।"
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত ৮৫ জন শিশুসহ ১২৭ জন অপুষ্টিতে মারা গেছেন।
তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়াকেও যথেষ্ট বলে মনে করেন না। তাঁর ভাষায়: "এটি একটি বিকৃতি। অনেক আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত কোনও পরিবর্তন দেখছি না।"
এর আগে, বেসরকারি সংস্থা "ডক্টরস উইদাউট বর্ডারস" সতর্ক করে দিয়েছিল যে গাজার ২৫ শতাংশ শিশু এবং গর্ভবতী মহিলা এখনও অপুষ্টিতে ভুগছে।
দাতব্য সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে: "ইচ্ছাকৃতভাবে সৃষ্ট দুর্ভিক্ষকে ইসরাইল মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে।" ইতিহাসে এই পদক্ষেপ নজিরবিহীন। সংস্থাটি ঘোষণা করেছে: গাজা শহরে তাদের একটি ক্লিনিকে গত দুই সপ্তায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার তিনগুণ বেড়েছে।
অথচ ইসরাইল এই সতর্কবার্তার জবাবে বাস্তবতাকে মিথ্যা বলে অভিহিত করে উল্টো দাবি করেছে: ইসরাইল গাজা উপত্যকায় মানবিক সাহায্যের ট্রাক প্রবেশের সংখ্যা সীমিত করে নি। তারা হামাসকে এই দুর্ভিক্ষের জন্য দায়ী করেছে।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।