মার্কিন-ইসরায়েলি জাঙ্গেজুর করিডোর পরিকল্পনা ইরান ও রাশিয়া বিরোধী মহাষড়যন্ত্র
https://parstoday.ir/bn/news/iran-i150756-মার্কিন_ইসরায়েলি_জাঙ্গেজুর_করিডোর_পরিকল্পনা_ইরান_ও_রাশিয়া_বিরোধী_মহাষড়যন্ত্র
পার্স-টুডে- ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন-ইসরায়েলি জাঙ্গেজুর করিডোর পরিকল্পনা ইরান ও রাশিয়া বিরোধী ভূ-রাজনৈতিক মহাষড়যন্ত্রের অংশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৮, ২০২৫ ১৯:২৫ Asia/Dhaka
  • ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
    ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

পার্স-টুডে- ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন-ইসরায়েলি জাঙ্গেজুর করিডোর পরিকল্পনা ইরান ও রাশিয়া বিরোধী ভূ-রাজনৈতিক মহাষড়যন্ত্রের অংশ।

শেখ সাফি আদ-দিন আরদাবিলির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে পঠিত এক বার্তায় বেলায়াতি করিডোর প্রকল্পটিকে "বৃহত্তর ভূ-রাজনৈতিক পরিকল্পনার" একটি গোপন পর্যায় হিসেবে বর্ণনা করেছেন যার লক্ষ্য প্রতিরোধের অক্ষকে দুর্বল করার পাশাপাশি ককেশাসের সাথে ইরানের স্থল সংযোগ বিচ্ছিন্ন করা এবং ইরান ও রাশিয়াকে আঞ্চলিক পর্যায়ে ঘেরাও করে ফেলা।

তিনি বলেছেন, "জাঙ্গেজুর করিডোর ওয়াশিংটনের  চাপ প্রয়োগের অভিযানকে ইউক্রেন থেকে ককেশাসে স্থানান্তরিত করার এজেন্ডার অংশ,"। 

বেলায়াতি জোর দিয়ে বলেন যে ইরান ইতিমধ্যেই এই প্রকল্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তেহরান এই লক্ষ্যে দেশটির সীমান্তে প্রতিরক্ষামূলক সামরিক তৎপরতা এবং মহড়া জোরদার করেছে।

তিনি জোর দিয়ে বলেন যে, ইসলামী প্রজাতন্ত্র তার জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে নিষ্ক্রিয় প্রতিক্রিয়ার পরিবর্তে "সক্রিয় প্রতিরোধ" নীতি গ্রহণ করেছে।

"জাঙ্গেজুর করিডোর" প্রস্তাবটি আজারবাইজান এবং তুরস্ক থেকে উদ্ভূত। আর্মেনিয়ার সিউনিক প্রদেশের মধ্য দিয়ে একটি পথ খোলা হবে এই পরিকল্পনা অনুযায়ী।

এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের সীমান্তবর্তী। তবে, জাঙ্গেজুর করিডোরটি প্রতিষ্ঠিত হলে তা একটি ভালো বা আদর্শ পরিবহন রুট হিসেবে কাজ করবে না। এটি প্রতিষ্ঠা হলে পথটির নিয়ন্ত্রণ বাকু এবং এর প্রধান পৃষ্ঠপোষক আঙ্কারার কাছে ছেড়ে দিতে বাধ্য হবে আর্মেনিয়া।

এই প্রকল্পটির প্রস্তাব আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সাম্প্রতিক যুদ্ধের পর জোরদার হয়ে ওঠে। এই দুটি দেশের আঞ্চলিক বিরোধের ইতিহাস রয়েছে। ২০২৩ সাল ও ২০২৪ সালের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে, বাকু ও আঙ্কারা সক্রিয়ভাবে এই করিডোরের উন্নয়নকে উৎসাহিত করেছে।

ইরান জোরালোভাবে এই পরিকল্পনার প্রতি তার অসম্মতি প্রকাশ করে আসছে। ইরান তার ঐতিহাসিক সীমানার অখণ্ডতা বজায় রাখার এবং আশেপাশের অঞ্চলে ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জোর দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি ইসলামী ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত হওয়ায় জাঙ্গেজুর করিডোর নিয়ে বিরোধ ইরানি জাতির জন্য জোরালো সতর্কতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।