মার্চ ৩০, ২০২৩ ১৬:৪৩ Asia/Dhaka
  • তুরস্ক সফর করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, দেশের প্রথম পরমাণু স্থাপনার উদ্বোধন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঙ্কারা সফর করতে পারেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোজাটমের সহযোগিতায় তুরস্কের প্রথম ও একমাত্র পরমাণু স্থাপনা নির্মিত হচ্ছে। প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের হাবের টেলিভিশন চ্যানেলকে গতকাল (বুধবার) বলেন, পরমাণু স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন সশরীরে উপস্থিত থাকতে পারেন অথবা ভিডিও লিঙ্কে যুক্ত হবেন।

আগামী ২৭ এপ্রিল তুরস্কের একমাত্র পরমাণু স্থাপনার উদ্বোধন হবে। তুর্কি প্রেসিডেন্ট এই পরমাণু স্থাপনাকে তুরস্কের জ্বালানি খাতের জন্য ‘অপরিহার্য বিনিয়োগ’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আকুয়ু পরমাণু স্থাপনা দেশের জ্বালানি খাতে বিরাট বড় ভূমিকা রাখবে। চলতি বছরের শেষ নাগাদ তুরস্কের এই প্রথম পরমাণু চুল্লি উৎপাদন শুরু করতে পারে তবে পুরো স্থাপনা পরিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে আসতে ২০২৫ সাল পর্যন্ত সময় লেগে যাবে। এ সময়ের মধ্যে আরও তিনটি চুল্লি নির্মাণ করা হবে। পরমাণু স্থাপনার চারটি চুল্লি থেকে উৎপন্ন হবে ৪৮০০ মেগাওয়াট বিদ্যুৎ।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ