এপ্রিল ২৬, ২০২৪ ১৪:১৯ Asia/Dhaka
  • ‘পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক’

রাশিয়া উদ্বেগ প্রকাশ করে বলেছে, পোল্যান্ডে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা রাশিয়ার জন্য বাস্তব হুমকি সৃষ্টি করেছে। 

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজি দুদা গতকাল (বৃহস্পতিবার) বলেন, তিনি এবং দেশের প্রধানমন্ত্রী আগামী পহেলা মে এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। তাতে ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তিনি ডোনাল্ড টুস্ককে এই আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এ ঘোষণার জবাবে রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেছেন, মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে আলোচনা, পোলিশ সরকারের পক্ষ থেকে উসকানিমূলক পদক্ষেপ। দুদা এবং টুস্ক এই পদক্ষেপের মধ্যদিয়ে উত্তেজনা বাড়িয়ে পোল্যান্ডের জনগণকে খুবই বিপজ্জনক খেলার মধ্যে ফেলে দিচ্ছেন। 

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যদি তারা আরো উত্তেজনা বাড়ানোর পথ অনুসরণ করেন এবং এই আলোচনা অনুষ্ঠিত হয় তাহলে এ অঞ্চলে উত্তেজনা আরেক ধাপ বেড়ে। তিনি বলেন, সাধারণভাবেই পরমাণু অস্ত্র মোতায়েনের এই আলোচনা বিপজ্জনক, এর পরিণতি অনুমান করা খুবই কঠিন। 

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজি দুদার ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এটি খুবই বিপজ্জনক খেলা এবং এর পরিণতি হবে কল্পনার বাইরে। পেসকভ বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিশ্লেষণ করবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেয়া হবে। 

একইদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, রাশিয়া-ন্যাটো যুদ্ধের ক্ষেত্রে পোল্যান্ডে যেকোনো মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ