এপ্রিল ২৭, ২০২৪ ১২:৩৬ Asia/Dhaka
  • আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা উচিত 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের জন্য ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতা জোরদার করা দরকার। 

কাজাখস্তানের আস্তানা শহরে গতকাল (শুক্রবার) সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রীদের ২১তম বৈঠকের অবকাশে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে জেনারেল রেজা আশতিয়ানি একথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক পর্যায়ে যে সমস্ত একাধিপত্যবাদিতা রয়েছে, তেহরান ও মস্কোর উচিত তার বিরোধিতা করা। 

গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানীর দামেস্কে ইরানের কনসুলেট ভবনে ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা করার জন্য ইরানি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ইরান এবং রাশিয়ার ভেতরে যে সমস্ত সন্ত্রাসী হামলা হচ্ছে তা মূলত পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার সমর্থনে হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ