মে ০৭, ২০২৪ ০৯:৩৫ Asia/Dhaka
  • ‘ইসরাইলকে টার্গেট করলে আমরা আইসিসিকে টার্গেট করব’

গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারি করার ব্যাপারে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানকে সতর্ক করে দিয়েছেন এক ডজন মার্কিন সিনেটর।

সোমবার ব্রিটিশ আইনজীবী করিম খানকে লেখা এক কড়া চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটররা। তারা চিঠিতে বলেছেন, “আপনি যদি ইসরাইলকে টার্গেট করেন তাহলে আমরা আপনাকে টার্গেট করব।” চিঠিতে স্বাক্ষরকারী মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন টম কটন, মিচ ম্যাককোনেল, রিক স্কট, টিম স্কট, টেড ক্রুজ ও মার্কো রুবিও।

হেগ-ভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালত বর্তমানে গাজা উপত্যকায় ইসরাইলের সম্ভাব্য গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করে দেখছে।  পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে এ জল্পনা ছড়িয়ে পড়েছে যে, ওই আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুদ্ধমন্ত্রী ইওয়াভ গ্যালান্ট ও সেনাপ্রধান হেরজি হালেভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে।

মার্কিন সিনেটরদের চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ওই পরোয়ানা জারি করা হলে আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে। তারা আরো লিখেছেন, সেরকমটি করা হলে “আইসিসির সকল কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং করিম খান ও তার পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না।” #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ