মে ০৮, ২০২৪ ১৫:৫৬ Asia/Dhaka
  • মেজর জেনারেল আহম্মেদ শারিফ চৌধুরী
    মেজর জেনারেল আহম্মেদ শারিফ চৌধুরী

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহম্মেদ শারিফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই সেনা মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের দু'টি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না।

পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমের একটি এবং খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর রটেছিল যে, ইরান, আফগানিস্তান ও চীনের ওপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দু'টি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে।#         

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ