এপ্রিল ২৯, ২০২৩ ১৮:০৫ Asia/Dhaka
  • আমেরিকায় কয়েক দিনের ব্যবধানে দুই হেলিকপ্টার দুর্ঘটনায় ১২ সেনা নিহত

গুরুত্বপূর্ণ সামরিক মিশন ছাড়া মার্কিন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সমস্ত সামরিক ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছেন। কয়েকদিনের ব্যবধানে দুটি বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ১২ জন সেনা নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিলেন মার্কিন সেনাপ্রধান।

নির্দেশে বলা হয়েছে, এভিয়েশন স্কোয়াড্রনগুলো তাদের প্রশিক্ষণ কর্মসূচি পরিপূর্ণভাবে সম্পন্ন না করা পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আলাস্কায় দুটি বোয়িং এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের সংঘর্ষে তিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়। এর আগে গত মাসের শেষ দিকে কেনটাকি অঙ্গরাজ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত নয় সেনা নিহত হয়। ওই সংঘর্ষে দুই হেলিকপ্টারের কোনো সেনা জীবিত ছিল না।
মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল জেমস ম্যাককনভিল গতকাল এক বিবৃতিতে বলেন, “আমাদের বৈমানিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সামরিক ফ্লাইট উড্ডয়ন নিষিদ্ধ করার মধ্য দিয়ে এ কথা পরিষ্কার হয় যে, দুর্ঘটনা প্রতিরোধে এবং আমাদের সেনাদের জীবন বাঁচাতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
বিবৃতিতে বলা হয়েছে- অ্যাকটিভ ডিউটি ইউনিটের প্রশিক্ষণ কর্মসূচি সোমবার শুরু হবে এবং এই প্রশিক্ষণে ঝুঁকি এড়ানোর বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। আগামী পাঁচ মে’র মধ্যে অ্যাকটিভ ডিউটি ইউনিটের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া, আগামী ৩১ মে'র মধ্যে আর্মি ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ইউনিটের প্রশিক্ষণ শেষ হবে।#
পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ