ক্রিমিয়ার আকাশ থেকে ইউক্রেনের দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i124226-ক্রিমিয়ার_আকাশ_থেকে_ইউক্রেনের_দুটি_ক্ষেপণাস্ত্র_ভূপাতিত_করেছে_রাশিয়া
রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের আকাশ থেকে আজ (শনিবার) ইউক্রেনের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১০, ২০২৩ ১৫:০৮ Asia/Dhaka
  • রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের আকাশ থেকে আজ (শনিবার) ইউক্রেনের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ক্রিমিয়ার আঞ্চলিক প্রধান সের্গেই আক্সিয়ানভ বলেন, "কিয়েভের সামরিক বাহিনী ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে তাদের নিজেদের তৈরি গ্রোম-টু বা থান্ডার-টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমাদের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দুটি ভূপতিত করতে সক্ষম হয়েছে।"

তিনি জানান, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ক্ষতিও হয়নি।
সের্গেই আক্সিয়ানভ ক্রিমিয়ার জনগণকে উদ্দেশ করে বলেন, "আমি সবাইকে শান্ত থাকার কথা বলেছি এবং বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করতে বলেছি।"

গ্রোম-২ হচ্ছে ইউক্রেনের তৈরি স্বল্প পাল্লার ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং মাল্টিপল রকেট লাঞ্চার হিসেবে কাজ করতে পারে। ২০১০ সালের দিক থেকে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে। ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র রপ্তানির চেষ্টা করছে এবং তারা জানিয়েছে- এর পাল্লা ২৮০ কিলোমিটার।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।