জুলাই ০৭, ২০২৩ ১৭:৪০ Asia/Dhaka
  • ফিনল্যান্ডের কন্সুলেট বন্ধ করে দিয়েছে রাশিয়া, কূটনীতিক বহিষ্কার

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ফিনল্যান্ডের কন্সুলেন্ট অফিস বন্ধ করে দিয়েছে মস্কো। এছাড়া, ওই কন্সুলেটের ৯ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। মস্কো এসব কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ড কূটনৈতিক ব্যবস্থা নেয়ার পর মস্কোর পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেয়া হলো। আগামী পহেলা অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) বলেছে, ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়ায় মস্কোও প্রতিশোধমূলক ব্যবস্থা নিল।
চলতি মাসের শুরুর দিকে হেলসিঙ্কির রুশ দূতাবাস থেকে ৯ কূটনীতিককে বহিষ্কার করে ফিনল্যান্ড। এসব কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছে ফিনল্যান্ড।
রুশ-বিরোধী ফিনল্যান্ডের এই পদক্ষেপকে 'সংঘাত' অভিহিত করে এর নিন্দা জানায় মস্কো।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ