আগস্ট ০২, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka
  •  'আফ্রিকার দেশগুলো জানে পশ্চিমা অস্ত্রের চেয়ে রুশ অস্ত্র ভালো'

আফ্রিকার নেতারা রাশিয়া এবং পশ্চিমা মিত্রদের অস্ত্রের গুণগতমান তুলনা করার সুযোগ পেয়েছেন এবং ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ এই সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়া আফ্রিকা পার্টনারশিপ ফোরামে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ওলেগ ওযেরভ গতকাল (মঙ্গলবার) একথা বলেছেন।

তিনি বলেন, রাশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সামরিক কৌশলগত সহযোগিতা দ্রুত বাড়ছে। তারা রাশিয়ার যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখছেন এবং প্রকৃত সত্য উপলব্ধি করতে পারছেন যে, বহুল আলোচিত পশ্চিমা অস্ত্রের চেয়ে রাশিয়ার অস্ত্র গুণগত দিক দিয়ে অনেক বেশি এগিয়ে। আফ্রিকার নেতারা বিষয়টি বুঝতে পারার কারণে এই মহাদেশে রাশিয়ার অস্ত্র বিক্রির পরিমাণ অনেক বেড়েছে।
গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যাতে আফ্রিকার ৪৮টি দেশ অংশ নেয়। ১৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই সম্মেলনে অংশ নিয়েছেন এবং বাকি দেশগুলো থেকে উপ প্রধানমন্ত্রী কিংবা ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী এবং রাষ্ট্রদূত অংশ নেন। সম্মেলনে অংশ নেয়ার বিষয়ে আফ্রিকার নেতাদের ওপর পশ্চিমা দেশগুলোর ব্যাপক চাপ ছিল। 
সম্মেলন শেষে একে বিশাল সফলতা হিসেবে দেখছে মস্কো। সম্মেলনের সময় চারটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং দুটি সমঝোতা স্মারক বা এমইউ সই হয়েছে। এর পাশাপাশি ১৬১টি চুক্তি হয়েছে। শীর্ষ সম্মেলনে প্রায় ৯ হাজার প্রতিনিধি যোগ দেন এবং ৪৫৭ জন বক্তব্য রাখেন।
এই সম্মেলনে শুধু অস্ত্র বেচাকেনা নিয়ে আলোচনা হয়নি বরং এর বাইরে জ্বালানি সহযোগিতা নিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে আলোচনা হয়। এই সম্মেলন থেকে ইথিওপিয়ার জন্য একটি পরমাণু স্থাপনা তৈরি করে দেয়ার চুক্তি করে রাশিয়া। এছাড়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সমাপনী বক্তৃতায় বলেন, আফ্রিকা মহাদেশে বেড়ে চলা জ্বালানি চাহিদার বিরাট অংশ পূরণ করবে রাশিয়া।#
পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ