পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেনের ৪৩ হাজার সেনা মারা গেছে
(last modified Sat, 05 Aug 2023 03:50:15 GMT )
আগস্ট ০৫, ২০২৩ ০৯:৫০ Asia/Dhaka
  • ইউক্রেনের আহত সেনা
    ইউক্রেনের আহত সেনা

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন গত দুই মাস আগে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৩ হাজার সেনা হারিয়েছে। গতকাল (শুক্রবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।

জুন মাসের প্রথম দিকে ইউক্রেন বহুল আলোচিত রুশ-বিরোধী পাল্টা অভিযান শুরু করে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, এই ৪৩ হাজার সেনার মধ্যে আহত সেনা, বিদেশী ভাড়াটে যোদ্ধা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় যে সমস্ত সেনা মারা গেছে তাদের সংখ্যা ধরা হয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত দুই মাসের যুদ্ধে ইউক্রেন মার্কিন নির্মিত ৭৬টি এম-৭৭৭ হাউইটজার এবং ৮৪টি পশ্চিমা সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি সিস্টেম হারিয়েছে। এর পাশাপাশি নানা রকমের ৪,৯০০ ইউনিট সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে যার মধ্যে রয়েছে ২৫টি লেপার্ড-সহ ১,৮০০টি ট্যাংক এবং আর্মার্ড কম্ব্যাট ভেহিকেল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। তবে রাশিয়া বারবারই বলেছে, এসব অস্ত্র যুদ্ধের ফলাফল পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না বরং যুদ্ধ শুধু দীর্ঘায়িত হবে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।