যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কতটা সাহায্য করেছে?
(last modified Tue, 08 Jul 2025 09:52:07 GMT )
জুলাই ০৮, ২০২৫ ১৫:৫২ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কতটা সাহায্য করেছে?

জার্মান কিয়েল ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্প্রতি ইউক্রেনে মার্কিন সাহায্যের পরিমাণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জার্মান কিয়েল ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘোষণা করেছে যে এপ্রিল পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট ১২৩.৩ বিলিয়ন ডলার সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। পার্সটুডে অনুসারে, এই সহায়তার মধ্যে রয়েছে ৬৯.৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা, ১.৫০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা এবং ৭.৩ বিলিয়ন ডলার মানবিক সহায়তা।

যদিও প্রাপ্ত তথ্য দেখায় যে মে মাস থেকে কিয়েভে কোনো অতিরিক্ত আর্থিক সহায়তা পাঠানো হয়নি। উল্লেখ্য যে মার্চের শুরুতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তর্কের পর ওয়াশিংটন কিয়েভকে সমস্ত সামরিক সহায়তা স্থগিত করে। সৌদি আরবে ইউক্রেনীয় এবং আমেরিকান কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সাহায্য পুনরায় শুরু করতে সম্মত হয়।

এর কিছুক্ষণ পরেই, আমেরিকান মিডিয়া জানিয়েছে যে পেন্টাগন তার মজুদ হ্রাসের উদ্বেগের কারণে ইউক্রেনে কিছু বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল-নির্দেশিত যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। রাশিয়া বারবার কিয়েভকে ইউরোপীয় ও আমেরিকান দেশগুলোর সামরিক সহায়তা সম্পর্কে বলেছে যে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ সংঘাতের সমাধানে বাধা সৃষ্টি করবে এবং ন্যাটো দেশগুলোকে সংঘাতের অংশ করে তুলবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও সতর্ক করে দিয়েছেন যে ইউক্রেনের উদ্দেশ্যে যে কোনো অস্ত্র সরবরাহ রাশিয়ার সামরিক হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। ক্রেমলিন আরো বলেছে যে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে।#

পার্স টুডে/এমবিএ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।