হাওয়ায় দ্বীপের মাউয়ি কাউন্টিতে দাবানলের মৃতের সংখ্যা ১০১-এ পৌঁছেছে
(last modified Thu, 17 Aug 2023 11:24:26 GMT )
আগস্ট ১৭, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • হাওয়ায় দ্বীপের মাউয়ি কাউন্টিতে দাবানলের মৃতের সংখ্যা ১০১-এ পৌঁছেছে

আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় হাওয়ায় দ্বীপের মাউয়ি কাউন্টিতে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা ১০১-এ পৌঁছেছে। সেখানকার একটি ঐতিহাসিক শহর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রায় এক সপ্তাহ ধরে এই ভয়াবহ দাবানল হাওয়ায় দ্বীপের মাওয়ি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে যাতে নারী ও শিশু ছাড়াও তরুণ ও বৃদ্ধ লোকজন নিহত হয়েছে। মাওয়ি কাউন্টির লাহাইনা এলাকাতে প্রায় সব কিছু পুড়ে ছাই হলেও তিনটি স্কুল অক্ষত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে স্কুল তিনটি খোলা হবে বলে হাওয়াই দ্বীপের শিক্ষা বিভাগ জানিয়েছে।
স্থানীয় শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তা কিথ হায়াশি বলেন, যদিও পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে তবে এখনো অনেক কাজ বাকি। বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ের কাজ চলছে।
পৌর কর্মীরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং এবং তারা শহরের বায়ু ও পানি দূষণের মাত্রা পরীক্ষা করেছে। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। ১০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়েছে তবে এখনো প্রায় দুই হাজার বাড়ি ও বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত ৮ আগস্ট থেকে হাওয়াই দ্বীপের মাওয়ি কাউন্টিতে দাবানল শুরু হয়।#
পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ