শস্য চুক্তির বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার দরজা উন্মুক্ত
https://parstoday.ir/bn/news/world-i127734-শস্য_চুক্তির_বিষয়ে_আলোচনার_জন্য_রাশিয়ার_দরজা_উন্মুক্ত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির বিষয়ে আলোচনার জন্য মস্কোর অবস্থান খুবই খোলামেলা। গতকাল (সোমবার) রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৪:৩০ Asia/Dhaka
  • এরদোগান ও পুতিন (ডানে)
    এরদোগান ও পুতিন (ডানে)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানির বিষয়ে আলোচনার জন্য মস্কোর অবস্থান খুবই খোলামেলা। গতকাল (সোমবার) রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, এই চুক্তি স্থগিত থাকার কারণে বিশ্বজুড়ে মে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে তা দূর করার জন্য চুক্তি পুনর্বহালের যেকোনো আলোচনাকে স্বাগত জানায় রাশিয়া।

গত জুলাই মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি ঘাঁটিতে ইউক্রেনের সেনাদের হামলার অভিযোগে রাশিয়া ওই চুক্তি স্থগিত করে। এছাড়া দেশটি বলে আসছে, শস্য চুক্তির আওতায় ইউক্রেন তার কৃষিপণ্য রপ্তানির সুযোগ পেলেও রাশিয়াকে পণ্য রপ্তানির সুযোগ দেয়া হচ্ছে না।

সেক্ষেত্রে তারা আর এই চুক্তির ব্যাপারে আগ্রহী নয়। এই চুক্তি থাকার কারণে যুদ্ধের মধ্যেও ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও কৃষিপণ্য রপ্তানি করতে পারত।গতকালের বৈঠকের শুরুতেই পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে বলেন, "আমি জানি আপনি খাদ্যশস্য চুক্তির বিষয়টি তুলবেন। আমরা এই চুক্তির ব্যাপারে একেবারেই উন্মুক্ত।"তিনি গতকালের এই বৈঠকে সুস্পষ্ট করে বলেছেন, রাশিয়ার পণ্য রপ্তানির ব্যাপারে যে সমঝোতা হয়েছিল তা বাস্তবায়ন করলেই কেবল মস্কো এই চুক্তিতে ফিরবে।

রাশিয়া এর আগে অভিযোগ করেছে, ক্ষেত্র বিশেষে মস্কো শস্য রপ্তানির সুযোগ পেলেও অর্থ পরিশোধ, লজিস্টিকস এবং ইন্সুরেন্সের ব্যাপারে বাধা সৃষ্টি করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।