জি-২০ সম্মেলনকে কেন বিজয় হিসেবে দেখছে রাশিয়া?
(last modified Mon, 11 Sep 2023 13:12:59 GMT )
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১৯:১২ Asia/Dhaka
  • ল্যাভরভ
    ল্যাভরভ

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সদ্য সমাপ্ত সম্মেলনকে নিজেদের জন্য বিজয় হিসেবে গণ্য করছে রাশিয়া।  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই সম্মেলন মস্কোর জন্য কূটনৈতিক বিজয়। শীর্ষ সম্মেলনের এজেন্ডা ‘ইউক্রেনাইজ’ করার পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকানো সম্ভব হয়েছে। যৌথ ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ নেই।

সম্মেলন থেকে যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তাতে সরাসরি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমালোচনা করা হয়নি। এমনকি ঘোষণায় ‘দ্য ওয়ার এগানস্ট ইউক্রেন (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ) এর পরিবর্তে ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ (ইউক্রেন যুদ্ধ) বলা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সভাপতিত্বে হওয়া সম্মেলনে জোটের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে একত্রিত করা গেছে।’ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন, ভারতসহ রাশিয়ার মিত্ররা আওয়াজ তুলেছে।

গত বছর বালিতে হওয়া জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হলেও এবার তেমনটি করা হয়নি।

বর্তমানে ইউক্রেনে যে যুদ্ধ চলছে তাতে ইউক্রেনের পক্ষে অব্স্থান নিয়েছে ইউরোপ ও আমেরিকা। কিন্তু জি-২০ সম্মেলনের তাদের সে অবস্থানের প্রতিফলন দেখা যায়নি।#