সেপ্টেম্বর ১২, ২০২৩ ১২:১১ Asia/Dhaka
  • রাশিয়া সফরে কিম;‌ ইউক্রেন যুদ্ধের অস্ত্র সংগ্রহ করবে মস্কো

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রেলপথে রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দক্ষিণ কোরিয়া সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, যে সাঁজোয়া ট্রেনটিতে চড়ে কিম সাধারণত বিদেশ সফর করেন সেটি পিয়ংইয়ং ছেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার ভয়ে কিম বিমান ভ্রমণ করেন না বলে ব্যাপকভাবে ধারনা করা হয়।

এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল, উত্তর কোরিয়ার নেতা আগামী কয়েকদিনের মধ্যে ভ্লাদিভোস্তক শহর সফর করবেন।আজ (মঙ্গলবার) দুই নেতার মধ্যে এই সাক্ষাৎ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সম্প্রতি একজন মার্কিন কর্মকর্তা দেশটির সিবিএস নিউজ চ্যানেলকে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে উত্তর কোরিয়ার সমরাস্ত্র সরবরাহ করা নিয়ে সম্ভবত দুই নেতা আলোচনা করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সেদেশের সরকারি বার্তা সংস্থা ইউনহাপ জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে অনুষ্ঠিত একটি অর্থনৈতিক ফোরামের অবকাশে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ওই ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিম জং-উনের রাশিয়া সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত সপ্তাহে রাশিয়াকে সমরাস্ত্র দেয়ার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতমাসে উত্তর কোরিরা সফর করে দেশটির সমরাস্ত্র ভাণ্ডারগুলো পরিদর্শন করেন।তিনি মূলত ওই সফরে উত্তর কোরিয়ার কাছ থেকে কী কী অস্ত্রসস্ত্র কেনা যায় তা পর্যবেক্ষণ করেন বলে মনে করা হচ্ছে। শোইগুর ওই সফরের জের ধরে পুতিন ও কিম একটি বড় ধরনের সমরাস্ত্র চুক্তিতে যেতে পারেন বলে বিশ্লেষকরা ধারনা করছেন।#.

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ