সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:১৬ Asia/Dhaka
  • হারিয়ে যাওয়া এফ-৩৫ জঙ্গিবিমান খুঁজে পাওয়া গেছে

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, দক্ষিণ ক্যারোলাইনার মধ্য আকাশে যে এফ-৩৫ জঙ্গিবিমানটি হারিয়ে গিয়েছিল তাকে তারা খুঁজে পেয়েছে। হারিয়ে যাওয়া এই বিমান নিয়ে মার্কিন সামরিক বাহিনী বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে।

মার্কিন কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে, তারা এই বিমানের ধ্বংসাবশেষ একটি মাঠের মধ্যে খুঁজে পেয়েছে। এর আগের দিন স্থানীয় সময় বেলা দুটোর দিকে সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে নেমে আসেন তবে স্টিলথ বিমানটি হারিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় গণমাধ্যম ডব্লিউএলটিএস জানিয়েছিল, “বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে বিমানের অটো পাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে মার্কিন মেরিন কোরের অত্যাধুকে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
বিমানটি হারিয়ে যাওয়ার পর মার্কিন সেনা কর্তৃপক্ষ এর সন্ধান চেয়ে সাধারণ জনগণের প্রতি বিমান সম্পর্কে যেকোন তথ্য দেয়ার আবেদন জানায়। এই মডেলের একটি জঙ্গিবিমান তৈরি করতে মার্কিন সরকারের ৮ কোটি ডলার খরচ হয়।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ