ইউক্রেন যুদ্ধকে পরীক্ষাক্ষেত্র হিসেবে নিয়েছে আমেরিকা: ওয়াশিংটন পোস্ট
https://parstoday.ir/bn/news/world-i134862-ইউক্রেন_যুদ্ধকে_পরীক্ষাক্ষেত্র_হিসেবে_নিয়েছে_আমেরিকা_ওয়াশিংটন_পোস্ট
ইউক্রেন যুদ্ধকে ভবিষ্যতে সরাসরি রাশিয়া বা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  •  ইউক্রেন যুদ্ধকে পরীক্ষাক্ষেত্র হিসেবে নিয়েছে আমেরিকা: ওয়াশিংটন পোস্ট

ইউক্রেন যুদ্ধকে ভবিষ্যতে সরাসরি রাশিয়া বা চীনের বিরুদ্ধে যুদ্ধ করার পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

ইউক্রেন যুদ্ধে জড়িত উভয় পক্ষের এক বছরের গৃহিত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এক গোপন গবেষণার উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়েছে, এই গবেষণা আমেরিকার পরবর্তী জাতীয় প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করতে সাহায্য করবে।

২০ জন কর্মকর্তার নেতৃত্বে ওই গবেষণা হয়েছে যারা পাঁচটি প্রধান ক্ষেত্রকে চিহ্নিত করে কাজ করেছেন। ক্ষেত্রগুলো হচ্ছে- বিমান শক্তি, তথ্য যুদ্ধ, টেকসই ও ক্রমবর্ধমান বাহিনী এবং দূরপাল্লার  লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তারা যাতে যুদ্ধের প্রভাব বুঝতে পারে সেজন্য আমরা তাদের এই সংঘাতে নিয়োজিত করেছি। আরেকজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধলব্ধ অভিজ্ঞতা হবে আমাদের স্থায়ী সম্পদ।  মার্কিন কর্মকর্তা আরো বলেছেন, ইউক্রেন দেখিয়েছে যে, মার্কিন সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যা কিছু করে তার সবকিছুই পুনর্মূল্যায়ন করে দেখা দরকার।

মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা গত দুই বছরব্যাপী চলমান ইউক্রেন যুদ্ধকে রাশিয়াকে দুর্বল করার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর এ নীতি কার্যত ইউক্রেনকে ধ্বংসস্তূপে পরিণত করছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর মাসগুলোতে সংঘাত অবসানের জন্য মস্কোর সঙ্গে কিয়েভ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল।  কিন্তু ওয়াশিংটন ও লন্ডন কূটনীতির পথ পরিহার করার জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করে এবং ইউক্রেনকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করতে থাকে। ফলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে যায়।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।