এপ্রিল ০১, ২০২৪ ১৪:৩২ Asia/Dhaka
  • ইউক্রেনের আরো তিনটি যুদ্ধবিমান ও গোলাবারুদের গুদাম ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণে ইউক্রেনের একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালিয়ে সোভিয়েত যুগে নির্মিত তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। 

মন্ত্রণালয় বলেছে, এসইউ-২৫ মডেলের যুদ্ধবিমানগুলো ইউক্রেনের নিকোলাভ অঞ্চলের ভোজনেসেনস্ক বিমানঘাঁটিতে অবস্থান করছিল। এসব বিমান ধ্বংসের জন্য রাশিয়ার সেনারা কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং গোলন্দাজ ইউনিটকে ব্যবহার করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনের ৫৮০টি যুদ্ধবিমান, ২৭০টি হেলিকপ্টার এবং ১৭ হাজার ৯৫১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।  

অক্টোবরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন, রুশ বাহিনী নতুন সামরিক ব্যবস্থা পেয়েছে যা সেই সময়ে মাত্র পাঁচ দিনের মধ্যে ২৪টি ইউক্রেনীয় বিমান গুলি করে ভূপাতিত করে।

তাস নিউজ এজেন্সি পরে একটি সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছিল যে, রাশিয়া একটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, যার পাল্লা ৪০০ কিলোমিটার।#

পার্সটুডে/এসআই/জিএআর/১

ট্যাগ