জনমত জরিপ:
আমেরিকায় প্রতি ৩ জনের মধ্যে ১ জন এশিয়-আমেরিকান বর্ণবৈষম্যের শিকার
পার্সটুডে-আমেরিকায় নতুন এক জনমত জরিপ অনুসারে, এশিয়ান-আমেরিকানদের প্রতি ৩ জনের মধ্যে প্রায় ১ জন গত বছর বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।
সাভান্তা রিসার্চ এবং দ্য এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন পরিচালিত STAATUS জরিপে দেখা গেছে ৩০ শতাংশেরও বেশি এশিয়ান আমেরিকানরা অবমাননার শিকার হয়েছেন। এছাড়া ২৯ শতাংশ বলেছেন তারা গত বছরে শারীরিক কিংবা মৌখিকভাবে নির্যাতিত হয়েছেন।
একটি হিসেব অনুযায়ী এশিয়া বিরোধী মনোভাব আমেরিকার গভীরে প্রোথিত হয়েছে। COVID-19 মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়া বিরোধী বিদ্বেষ বেড়ে যায়।
জরিপে এশিয়ান আমেরিকানদের একচল্লিশ শতাংশ বলেছে যে তারা শারীরিক আক্রমণের শিকার হতে পারে এবং ৫৯ শতাংশ মনে করছে তারা আগামী পাঁচ বছরের মধ্যে বৈষম্যের শিকার হতে পারে।
জরিপ অনুসারে এশীয়-আমেরিকান যারা ডেমোক্র্যাট হিসাবে নিজেদের পরিচয় দেয় তারা রিপাবলিকান হিসাবে পরিচয় দেওয়া এশিয়ান-আমেরিকানদের তুলনায় বেশি বৈষম্যের শিকার বলে মনে করে। এই পার্থক্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে।
১৬ থেকে ২৪ বছর বয়সী এশিয়ান-আমেরিকানদের মধ্যে ৩৮ শতাংশ মনে করে তারা বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সীদের শতকরা ১৭ জন ওই আশঙ্কার সঙ্গে সম্মত হয়েছেন। সমীক্ষায় সমাজে এশিয়ান-আমেরিকানদের দৃশ্যমানতা বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে। মার্কিনীদের সচেতনতার অভাব এমন যে বাহান্ন শতাংশ আমেরিকান এশিয়ান-আমেরিকানদের একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলতে পারে নি।
অর্ধেক আমেরিকান এশিয়ান-আমেরিকান চরিত্র অভিনীত কোনো একটি সিনেমার নাম বলতে অক্ষম। পক্ষান্তরে সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ কালো এবং হিস্পানিক আমেরিকানরা এশিয়ানদের সাথে যোগাযোগ করতে আগ্রহী।
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং এশিয়ান আমেরিকান স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক পল ওয়াতানাবে বলেছেন:
যতদিন না আমরা একটি জাতির বর্ণবৈষম্যের স্বরূপ এবং তার গভীরতা উপলব্ধি করতে না পারবো এবং ওই বৈষম্যের বিরুদ্ধে না লড়বো, ততদিন আমরা সংকট সৃষ্টির হুমকির মধ্যেই থাকবো।
STAATUS সমীক্ষাটি একটি অনলাইন জরিপ প্যানেল। ৩০ জানুয়ারী থেকে ১৩ মার্চ পর্যন্ত ১৬ বছর কিংবা তার বেশি বয়সী ৬ হাজার ২৭২ জন ওই জরিপের প্রশ্নমালার জবাব দিয়েছে। তাদের সবাই আমেরিকার বসবাসরত।#
সূত্র: STAATUS Survey
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।