সোহেল আসাদ: আমেরিকানরা বিশ্বের সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত
(last modified Mon, 13 May 2024 12:36:14 GMT )
মে ১৩, ২০২৪ ১৮:৩৬ Asia/Dhaka
  • সোহেল আসাদ: আমেরিকানরা বিশ্বের সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত

বিশ্বে আমেরিকার অবাস্তব চিত্র সম্পর্কে সোহেল আসাদ বলেন, আমি ছোটবেলা থেকেই ল্যাটিন আমেরিকা ও আর্জেন্টিনায় ছিলাম এবং হলিউড আমাদের যা দেখিয়েছে তা খুবই নেতিবাচক।

আর্জেন্টাইন মুসলিম সোহেল আসাদের স্মৃতিকথা "বার্থ ইন ম্যারাডোনার ল্যান্ড" বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ৯ মে বৃহস্পতিবার ইসলামি বিপ্লব পাবলিশার্স অ্যাসেম্বলির প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়।

'ম্যারাডোনার দেশে জন্ম' বইটির লেখক সোহেল আসাদ বলেছেন: আমাদের জীবন আমাদের জন্য সাধারণ এবং বিশেষ আকর্ষণীয় নয়; কিন্তু আমাদের মতো মানুষের জীবনে দু-একটি বিষয় আছে যা প্রতিফলিত হওয়া উচিত। প্রথমত, এই আশা প্রতিটি মানুষের হৃদয়ে থাকা উচিত যে প্রত্যেকের জীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বইটির পাঠক মনে রাখবেন যে এই বইটি মানুষের বিবর্তনের গল্প। দ্বিতীয় কথা হলো, আমাদের মতো মানুষের গল্প শোনার পর পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়।

বিশ্বে আমেরিকার অবাস্তব প্রতিচ্ছবি প্রসঙ্গে তিনি বলেন,

আমি ছোটবেলা থেকেই ল্যাটিন আমেরিকা এবং আর্জেন্টিনায় ছিলাম এবং হলিউড আমাদের যা দেখিয়েছে তা খুবই নেতিবাচক ছিল। হলিউড ভূগোলকে আমেরিকার দুটি অংশ- ল্যাটিন এবং দক্ষিণ অংশে বিভক্ত করেছিল। আমরাও বিশ্বাস করতাম যে আমেরিকা আসল এবং আমরা তাতে যোগ দিয়েছিলাম। আমি বড় হওয়ার সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে মিডিয়া এবং সিনেমার শক্তি অসত্য বিষয়গুলো তৈরি করা যা সত্য হয়ে ওঠে।

তিনি আরো বলেন, আমি সিরিয়া, ইরাক এবং লেবানন দেখেছি এবং আমি ইরানের কোম বেছে নিয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে আমেরিকানরা সৌন্দর্য দেখতে কতটা বঞ্চিত। কারণ তাদের অন্তর অন্ধ। এই বইটি কোনো কিছুকে বাহ্যিক দৃষ্টিতে না দেখার এবং সত্যের দিকে তাকানোর আমন্ত্রণ।

পরিশেষে সোহেল আসাদ বলেন, আমাদের জীবনে কিছু তিক্ত স্মৃতি আছে যা আমরা কখনো মিডিয়া বা বইয়ে প্রকাশ করি না। এই স্মৃতিগুলো অজানা-অচেনা মানুষদের নিয়ে এবং তবুও আমাদের মতো মানুষের গল্পে তারাই হয়তো সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। উদাহরণস্বরূপ, আমার নিজের পরিবার যে বইটিতে তাদের উপস্থিতি সম্পর্কে সুন্দর গল্প রয়েছে; যাইহোক ত্রিশ বছরে চার সন্তানের মা হিসেবে তার আত্মত্যাগের কথা যিনি বছরে ছয় মাস একাকি থাকেন বইটিতে আসেনি; যদিও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। এইসব গল্পের নেপথ্যে এমন মানুষ আছে যারা আমাদের চেয়ে মূল্যবান এবং অজানা থেকে যায়। এরাই গল্পের প্রধান নায়ক।

প্রেমের মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া

অনুষ্ঠানে উপস্থিত মেহরি আল-সাদত মারাকনেজাদ এই বইয়ের লেখক এবং বই সম্পর্কে বলেছেন,

আমি জনাব আসাদের জীবনকে তিনটি দৃষ্টিকোণ থেকে বর্ণনা করছি এবং আমি পাঠ্যটিতে এই তিনটি অক্ষ দেখাতে চেয়েছিলাম। একটি হল আমাদেরকে সবসময় বলা হতো "হাল আল-দ্বীন আল-হাব" ধর্ম ভালোবাসা ছাড়া আর কিছুই নয়।

তাদের জীবনে আমরা যা দেখি তা হলো, তারা ভালোবাসার মাধ্যমে মানুষকে ধর্মের প্রতি আকৃষ্ট করে এবং ইসলামের পথ প্রচার করে। দ্বিতীয় বিষয় হজরত মাসুমেহ (সা.) এর সঙ্গে তাঁর সম্পর্ক। আমার মনে হয়েছিল, প্রদেশের আলো যদি তাঁর জীবনের কোথাও জ্বলে ওঠার কথা থাকে, তা তাঁর অস্তিত্বের আলো থেকেই। তাই আমি তাকে দিয়ে বইটি শুরু এবং শেষ করেছি। হজরত মাসুমেহ (সা.)-এর জন্মদিনের রাতে "বার্থ ইন ম্যারাডোনা" বইটির মোড়ক উন্মোচন করায় আমি আনন্দিত। তৃতীয় দৃষ্টিভঙ্গি হল আমিরুল মুমিনীন (আ.)-এর অভিভাবকত্বে ইসলাম প্রচারের সময় জনাব আসাদের সাহসিকতা।

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।