রাশিয়া মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে
https://parstoday.ir/bn/news/world-i139130
 পার্সটুডে-রাশিয়ার প্রেসিডেন্ট পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মোতায়েনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, মস্কোও ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাবে রাশিয়া মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৯, ২০২৪ ২১:১২ Asia/Dhaka
  • রাশিয়া মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে

 পার্সটুডে-রাশিয়ার প্রেসিডেন্ট পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মোতায়েনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, মস্কোও ওয়াশিংটনের এই পদক্ষেপের জবাবে রাশিয়া মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে।

প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন গতকাল (শুক্রবার) তার দেশের নিরাপত্তা পরিষদের বৈঠকে উল্লেখ করেছেন যে মার্কিন সরকার গত কয়েক বছরে নানা ভিত্তিহীন অজুহাত দেখিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং ওয়াশিংটন এখন মাঝারি ও স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে এবং ইউরোপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। 

পার্সটুডে জানিয়েছে, পুতিন মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণ শুরু করাকে তার দেশের জন্য জরুরি বলে উল্লেখ করেছেন। 
মার্কিন যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ১৯৮৭ সালের জুন মাসে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করেছিল। ১৯৮৮ সালে এই চুক্তি বাস্তবায়ন করা হয়।

 এ চুক্তি অনুযায়ী ওয়াশিংটন ও মস্কো ইউরোপে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন নিষিদ্ধ করে। এ চুক্তির লক্ষ্য ছিল ১০০ থেকে ৫০০ কিলোমিটার ও এক হাজার থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেসবের উৎক্ষেপক ধ্বংস করা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে আইএনএফ তথা মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসেন।  #

পার্সটুডে/এমএএইচ

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।