মানবাধিকার কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রধান ইরান
(last modified Wed, 22 Jan 2025 11:40:38 GMT )
জানুয়ারি ২২, ২০২৫ ১৭:৪০ Asia/Dhaka
  • মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম (ডানে) গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে আগদে (বামে)
    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম (ডানে) গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে আগদে (বামে)

পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওইসব আদেশ আমেরিকায় অভিবাসী হাজার হাজার মেক্সিকান নাগরিকের ভাগ্যকে বিড়ম্বিত করবে।

ট্রাম্পের ওই আদেশের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার দেশ এবং তাদের নাগরিকদের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সাথে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য আমেরিকার প্রতি কাতারের অনুরোধ, হিজবুল্লাহর একজন কর্মকর্তার হত্যাকাণ্ড, ইরান ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে নয়া চুক্তি, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে ইরানের নিয়োগ, এবং ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর নাগরিকদের প্রতি মেক্সিকোর প্রেসিডেন্টের সমর্থন ইত্যাদি পার্সটুডে'র আজকের এই নিউজ প্যাকেজে আমরা তুলে ধরার চেষ্টা করবো।

 

অধিকৃত ভূখণ্ড। পশ্চিম তীরে এক ইসরাইলি সেনা নিহত এবং ১১ জন আহত

ফিলিস্তিনি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে পশ্চিম তীরে চারটি অভিযানে একজন ইসরাইলি সৈনা নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে। এই অভিযানগুলো সংঘটিত হয়েছে তেল আবিবে দুটি, তুবাস প্রদেশের তামুনের আশেপাশে একটি এবং পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে একটি।

 

ইরাক | ইরাকের আন-নুজাবা আন্দোলনের মহাসচিব ফিলিস্তিনি জনগণের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনের প্রশংসা করেছেন

আল-আকসা অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধের বিজয়ের ঘটনায় ইরাকের আন-নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল-কাবি ইমাম খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফিলিস্তিনি জনগণের জন্য ইরানের বিচক্ষণ নেতৃত্ব এবং ইসলামী প্রজাতন্ত্রে ইরানের সমর্থনেরও প্রশংসা করেছেন আল-কাবি।

 

পশ্চিম এশিয়া | আমেরিকার উচিত ইরানের সাথে আলোচনার টেবিলে ফিরে আসা: কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রাহমান আলে-সানি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন: জটিল বিষয়গুলির সর্বোত্তম সমাধানের উপায় হলো কূটনীতি। তিনি ইরানের পারমাণবিক ইস্যুতে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকাকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

 

আমেরিকা | ট্রাম্পের সিদ্ধান্তের মোকাবেলায় মেক্সিকোর নাগরিকদের রক্ষার প্রতিশ্রুতি মেক্সিকোর প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওইসব আদেশ আমেরিকায় অভিবাসী হাজার হাজার মেক্সিকান নাগরিকের ভাগ্যকে বিড়ম্বিত করবে। ট্রাম্পের ওই আদেশের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম তার দেশ এবং তাদের নাগরিকদের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

ইরান | জ্বালানি ক্ষেত্রে ইরান ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে নতুন চুক্তি

ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদী এবং আজারবাইজান প্রজাতন্ত্রের উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফাউফ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। ওই বৈঠকে তাঁরা বৈদ্যুতিক যোগাযোগ রুট স্থাপনসহ পানি ও বিদ্যুৎ ক্ষেত্রে যৌথ প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছেন। বৈঠকে উভয় পক্ষ পানি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তিগত ও প্রকৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে ইরান ও আজারবাইজানি বিদ্যুৎ গ্রিডের সংযোগ, কিজকাল্লে সি জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ও পরিসমাপ্তি, মরাজাদ এবং উর্দুবাদ বাঁধ নির্মাণ প্রক্রিয়াসহ পরিবেশগত যৌথ গবেষণা পরিচালনার বিষয়েও আলোচনা এবং মতামত বিনিময় করেন।

 

ইউরোপ | আমরা আমেরিকান হতে চাই না: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোতে আগদে তাদের দ্বীপটি কেনার বিষয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় বলেছেন: গ্রিনল্যান্ড তার ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে চায় এবং আমেরিকার অংশ হওয়ার কোনও ইচ্ছা তাদের নেই। মোতে আগদে গুরুত্বের সঙ্গে বলেন: আমরা গ্রিনল্যান্ডবাসী এবং আমরা আমেরিকান হতে চাই না।

 

ইরান| জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতি নিযুক্ত হলো ইরান

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য দেশগুলোর সম্মতিতে ২০২৫ সালের শেষ পর্যন্ত এই গ্রুপের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আলী বাহরেইনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

 

লেবানন | পশ্চিম বেকা অঞ্চলে লেবাননের হিজবুল্লাহ কর্মকর্তার হত্যাকাণ্ড

লেবাননের হিজবুল্লাহর অন্যতম কর্মকর্তা শেখ মোহাম্মদ হাম্মাদিকে পশ্চিম বেকা অঞ্চলে অবস্থিত মাশগারা শহরে তার বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করেছে। লেবানন কর্তৃপক্ষ এখনও এই সন্ত্রাসী অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।