ফ্রান্সে ইসলামোফোবিয়া হ্রাস এবং রাসমুস পালুদানের কুরআন অবমাননার বিরুদ্ধে ডেনমার্কের অবস্থান
https://parstoday.ir/bn/news/world-i147194-ফ্রান্সে_ইসলামোফোবিয়া_হ্রাস_এবং_রাসমুস_পালুদানের_কুরআন_অবমাননার_বিরুদ্ধে_ডেনমার্কের_অবস্থান
পার্সটুডে - ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালে দেশে ইসলামোফোবিয়ার ঘটনা হ্রাসের ঘোষণা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১৮:১৭ Asia/Dhaka
  • ফ্রান্সে ইসলামোফোবিয়া হ্রাস এবং রাসমুস পালুদানের কুরআন অবমাননার বিরুদ্ধে ডেনমার্কের অবস্থান
    ফ্রান্সে ইসলামোফোবিয়া হ্রাস এবং রাসমুস পালুদানের কুরআন অবমাননার বিরুদ্ধে ডেনমার্কের অবস্থান

পার্সটুডে - ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালে দেশে ইসলামোফোবিয়ার ঘটনা হ্রাসের ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে মুসলমানদের উপর পরিকল্পিত হামলা কমিয়ে আানা, অস্ট্রেলিয়ায় একজন ইসলামভীতি ছড়ানোর কাজে জড়িত মহিলার বিচার, বারবার কুরআন পোড়ানোর বিরোধিতায় ড্যানিশ কর্তৃপক্ষ এবং একজন কুখ্যাত ইসলামভীতি ছড়িয়ে দেয়া ব্যক্তির মৃতদেহ দাহ করা – প্রভৃতি গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্তভাবে এখানে  তুলে ধরা হলো:

ইসলামভীতি ছড়ানোর অভিযোগে বিচারের মুখোমুখি এক নারী

অস্ট্রেলিয়ার বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সিডনির জনসমাগমে ইসলামবিরোধী স্লোগান লেখার সাথে জড়িত এক মহিলাকে বিচারের সম্মুখীন করা হয়েছে। ৫৩ বছর বয়সী ব্রনউইন এলিজাবেথ নোউইকির বিরুদ্ধে হর্নসবি হুইটফিল্ড শপিং সেন্টার এবং প্যারামাট্টার কাম্বাঙ্ক স্টেডিয়ামে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বর্ণবাদী বার্তা লেখার অভিযোগ আনা হয়েছে।

ফ্রান্সে ইসলামোফোবিয়া হ্রাস পাচ্ছে

ফরাসি সংবাদপত্র লিবারেশন ঘোষণা করেছে যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মুসলিমদের বিরুদ্ধে রেকর্ডকৃত ইসলামোফোবিয়া এবং বর্ণবাদী কর্মকাণ্ড, যা ২০২৩ সালে বৃদ্ধি পেয়েছিল, ২০২৪ সালে প্রায় এক তৃতীয়াংশ কমেছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালে মোট ১৭৩টি মুসলিম-বিরোধী ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা ২০২৩ সালে রিপোর্ট করা ঘটনার সংখ্যা (২৪২টি ঘটনা) থেকে কম এবং প্রায় এক তৃতীয়াংশ (২৯ শতাংশ) হ্রাসের প্রতিনিধিত্ব করে। মোট হামলার মধ্যে ৫২টি ছিল সম্পত্তির উপর আক্রমণ এবং বাকিগুলি ছিল ব্যক্তির উপর আক্রমণ।

ডেনিশ কুরআন পোড়ানোর গুলি লক্ষ্যভ্রষ্ট

ডেনমার্কের অতি-ডানপন্থী দল স্ট্রাম কুর্সের নেতা রাসমুস পালুদান বলেছে যে কুরআনের একটি কপি পোড়ানোর জন্য তার নতুন অনুরোধ ডেনিশ কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। পালুদানের মতে, এই কর্তৃপক্ষ তাকে রাজধানীতে যেকোনো ধরনের কুরআন পোড়ানোকে নিষিদ্ধ করেছে।

অস্ট্রেলিয়ায় মুসলিম নারীদের উপর ইসলাম বিদ্বষেীদের হামলা

অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং মলে ২৬ এবং ৩০ বছর বয়সী দুই মুসলিম মহিলার উপর হামলার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে হামলাটি সম্ভবত বর্ণবৈষম্য কারণে হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC) দুই মুসলিম মহিলার উপর উল্লিখিত হামলার নিন্দা জানিয়েছে, যাদের মধ্যে একজন গর্ভবতী।

সুইডেনে এক স্লোভান মোমিকার মৃতদেহ দাহ

কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, সুইডিশ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা সেদেশে কুরআন অবমাননাকারী অপরাধী স্লোভান মোমিকার মৃতদেহ দাহ করেছে, কারণ কেউ এটি সংগ্রহ করতে আসেনি। ২৯ জানুয়ারি সুইডেনের হোভসজো এলাকায় নিজেকে ইসলামবিরোধী কর্মী হিসেবে পরিচয় দেওয়া মোমিকাকে গুলি করে হত্যা করা হয়।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।