ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান; আন্তর্জাতিক কুদস দিবসে ইরানিদের গৌরবময় উপস্থিতি
https://parstoday.ir/bn/news/world-i148308-ফিলিস্তিনিদের_পক্ষে_অবস্থান_আন্তর্জাতিক_কুদস_দিবসে_ইরানিদের_গৌরবময়_উপস্থিতি
পার্সটুডে-ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে অংশগ্রহণ করেছে। ফিলিস্তিনের নির্যাতিত ও শক্তিশালী জনগণের সাথে সংহতি প্রকাশ করে তারা ইহুদিবাদী ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৫ ১৮:২৯ Asia/Dhaka
  • আন্তর্জাতিক কুদস দিবসের মিছিল
    আন্তর্জাতিক কুদস দিবসের মিছিল

পার্সটুডে-ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে অংশগ্রহণ করেছে। ফিলিস্তিনের নির্যাতিত ও শক্তিশালী জনগণের সাথে সংহতি প্রকাশ করে তারা ইহুদিবাদী ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়েছে।

আজ শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, মোতাবেক ২৭ রমজান ১৪৪৬ হিজরি, আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী'র (রহ.) উদ্যোগে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে নামকরণ করা হয়। পার্সটুডে আরও জানায়; আন্তর্জাতিক কুদস দিবসের ৪৬ বছর পর ইসলামী ইরানের জনগণ ১৪৪৬ সালের রমজানের শেষ শুক্রবারে আগের বছরের তুলনায় আরও বেশি উৎসাহের সাথে রাজপথে বেরিয়ে এসেছে। তারা এখনও ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে ইরানি জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক কুদস দিবসের মূল বার্তা হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ইসরাইলি জুলুম-নিপীড়ন ও অবিচারের বিরোধিতা করা। এই দিবসটি আধিপত্যবাদী এবং দখলদার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

কুদস দিবস মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রতীক

আন্তর্জাতিক কুদস দিবসে অংশগ্রহণের জন্য ইরানি জনগণের বার্তা সবসময় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি এবং তাদের অধিকারের প্রতি সমর্থনের উপর জোর দেয়।

আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে তেহরানের জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক কুদস দিবস হলো ইরানি জাতির মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক আধিপত্যের বিরোধিতা করার দৃঢ় সংকল্প প্রদর্শনের একটি সুযোগ।

আন্তর্জাতিক কুদস দিবস মানবাধিকার রক্ষায় ইরানি জাতির দৃঢ় সংকল্প প্রদর্শনের একটি সুযোগ

কুদস দিবসে ইরানি জনগণের মূল বার্তা হলো ইসরাইলি অপরাধের নিন্দা, পবিত্র আল-কুদসকে মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া এবং তাদের ভূমি মুক্ত করার জন্য ফিলিস্তিনি সংগ্রামের প্রতি সমর্থন জানানো। এছাড়াও এই দিনে, ইরানের জনগণ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যসহ নিপীড়িত সকল জাতির সাথে সংহতি জানানোর ওপর জোর দেয়।

আল-কুদস শরীফকে মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর ইরানিদের গুরুত্বারোপ

আন্তর্জাতিক কুদস দিবসে জনগণের উপস্থিতি ফিলিস্তিনি অধিকারের প্রতি দৃঢ় সমর্থন এবং ইহুদিবাদী সরকারের দখলদারিত্বের বিরোধিতার বিষয়টি তুলে ধরে।

আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে ইরানি নারীদের অংশগ্রহণ

এই দিবসটি বিশ্বজুড়ে মুসলিম ও স্বাধীনতাকামী মানুষের ঐক্যের প্রতীক, ফিলিস্তিনে নিপীড়ন ও অবিচারের অবসানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়।

কুদস দিবস, মুসলিম ঐক্যের দিবস

আন্তর্জাতিক কুদস দিবসের মিছিলে জনগণের ব্যাপক অংশগ্রহণ ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানিদের গভীর সংহতি জানানো এবং ইহুদিবাদী সরকারের দখলদারিত্বের বিরুদ্ধে তাদের বিরোধিতার প্রকাশ

ফিলিস্তিনি জনগণের সাথে ইরানিদের সংহতি

কুদস দিবসে মানুষের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিন সমস্যা ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা ছাড়িয়ে গেছে এবং বিশ্বের মানুষ আল-কুদসের মুক্তিসহ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের পক্ষে অবস্থান অব্যাহত রেখেছে।

ফিলিস্তিন সমস্যা ভৌগোলিক ও রাজনৈতিক সীমানার উর্ধ্বে

প্রতি বছর কুদস দিবসের মিছিল ইসলামের পবিত্রতা রক্ষা করা এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জাতিগুলোর শক্তি ও দৃঢ় সংকল্প প্রদর্শন করে। সেইসাথে এই আন্দোলন বিশ্বজুড়ে ন্যায়বিচারের সংগ্রামকেও অনুপ্রাণিত করে।

কুদস দিবস; সত্য ও ন্যায়বিচারকামী সংগ্রামের অনুপ্রেরণা
কুদস দিবস কুদসের স্বাধীনতার পক্ষে সোচ্চার ধ্বনি তোলার দিবস

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।