ট্রাম্প যদি ইরানের সাথে যুদ্ধ চান, তাহলে তিনি বোকা: জন মের্শাইমার
(last modified Mon, 12 May 2025 08:51:02 GMT )
মে ১২, ২০২৫ ১৪:৫১ Asia/Dhaka
  • জন মের্শাইমার
    জন মের্শাইমার

পার্সটুডে- আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মের্শাইমারের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সঙ্গে সংঘাত চান তাহলে তিনি একজন বোকা মানুষ।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বোকামির পরিচয় দিচ্ছেন।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সাথে চুক্তি না হলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি প্রসঙ্গে জন মের্শাইমার বলেন, ট্রাম্প প্রতিদিন নতুন কথা বলেন, তিনি স্ববিরোধী কথা বলায় অভ্যস্ত। তার কথা পরিবর্তন করতে সময় লাগে না, তিনি সহজেই তার কথা পরিবর্তন করে ফেলেন। কাজেই তার কথাকে খুব বেশি মূল্য দেওয়া উচিত নয়।

মার্কিন চিন্তাবিদ আরও বলেন, দখলদার ইসরাইল এবং আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প আছে; হয় চুক্তি নতুন বোমা হামলা। কিন্তু ট্রাম্প ইরানে বোমা হামলা চালাতে চাইছেন না। কিন্তু সত্যিই যদি তিনি এমনটি চান তাহলে তিনি বোকা। ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে। ইরানে আক্রমণ করাটা হবে বড় ভুল। কাজেই ট্রাম্পের উচিৎ ইরানের সাথে একটি চুক্তি সইয়ের জন্য চেষ্টা করা।

জন মের্শাইমার আরো বলেন, ট্রাম্প সম্ভবত পরমাণু সমঝোতা জেসিপিওএ'র মতো একটি চুক্তি সইয়ের চেষ্টা করবেন, তবে তিনি আরও কিছু শর্ত জুড়ে দিতে চাইবেন। #

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।