রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
মস্কো: ইরান ও রাশিয়ার বিরুদ্ধে অ্যক্সিওসের দাবি এক নোংরা রাজনৈতিক হাতিয়ার
পার্স-টুডে: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মার্কিন সংবাদ মাধ্যমের এই দাবি নাকচ করে দিয়েছে যে রাশিয়া নাকি বলেছে, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য মাত্রায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের দাবিকে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এক নোংরা রাজনৈতিক হাতিয়ার বলে উল্লেখ করেছে।
রু শ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সংবাদমাধ্যম এক অ্যক্সিওসের ওই দাবী সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, এটা অনুমান করা যায় যে কে এই সুপারিশ করেছেন! কিন্তু রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন সরকারের সঙ্গে এমন একটি চুক্তি করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য মাত্রায় নামিয়ে আনা হবে!-এমন দাবি ইরান ও রাশিয়ার বিরুদ্ধে আরো এক নোংরা রাজনৈতিক হাতিয়ার। আর এর লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনায় ছড়িয়ে দেয়া।
ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো সবসময়ই ইরানের পরমানু কর্মসূচি সংক্রান্ত বিরোধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছে, আর এই সমস্যার এমন এক সমাধান যা উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় তা খুঁজে বের করার কাজে সহায়তা করতে মস্কো প্রস্তুত বলেও উল্লেখ করে আসছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বিশ্বের সংবাদ মাধ্যমগুলো যেন তথ্য সংগ্রহ করতে আনুষ্ঠানিক সূত্র গুলোর উপর নির্ভর করে ও খবরগুলোকে যেন ভালোভাবে যাচাই-বাছাই করে এবং অসত্য সংবাদ প্রচার না করে।
শনিবার, সংবাদ ও সংবাদ-বিশ্লেষণ-ভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস তাদের তথ্যবহুল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তাদের বলেছেন যে তিনি এমন একটি পারমাণবিক চুক্তির ধারণাকে সমর্থন করেন যেখানে ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গত শনিবার তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত, চার্জ-দ্য অ্যাফেয়ার্স এবং বিদেশী মিশন-প্রধানদের সঙ্গে এক বৈঠকে পশ্চিমাদের সাথে যেকোনো সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিষয়টি সম্পর্কে বলেছেন: "আমরা জোর দিয়ে বলছি যে যেকোনো আলোচনা ও আলোচনার মাধ্যমে প্রস্তাবিত সমাধানে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারসহ পারমাণবিক ইস্যুতে ইরানি জনগণের অধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এমন কোনও চুক্তি করব না যাতে সমৃদ্ধকরণ থাকবে না।
তিনি আরো বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি বিজ্ঞানীদের এক বড় সাফল্য এবং আমরা তা রক্ষা করব যদিও মার্কিন সরকার ইরানের সঙ্গে যে কোন চুক্তিতে এর বিরোধিতাও করে। #
পার্স টুডে/ এম এ এইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।