সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রতিরোধ সর্বদা বিজয়ী- লারিজানি / যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে শেষপর্যন্ত লড়ব-চীন
-
আলী লারিজানি
পার্স টুডে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে জনগণের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেছেন, “প্রতিরোধ সব সময়ই বিজয়ী ও টেকসই।”
লারিজানি গতকাল (সোমবার) তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন: “ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের প্রতি সাহসী ও নির্যাতিত জনগণের এই বিশাল অভ্যর্থনা অনুষ্ঠানই প্রমাণ করে- কে প্রকৃত বিজয়ী।”
তিনি আরও লিখেছেন: “দুই বছরের নৃশংস হত্যাযজ্ঞের পর আজ ইসরায়েলি শাসকরা নিজের চোখেই দেখছে—হামাস ও প্রতিরোধ আন্দোলনের অবস্থান কীভাবে ফিলিস্তিনি জনগণের হৃদয়ে আরও দৃঢ় হয়েছে।”
লারিজানি জোর দিয়ে বলেন: “প্রতিরোধ সর্বদা বিজয়ী ও স্থায়ী।”
শেষ নিঃশ্বাস পর্যন্ত ফিলিস্তিনের লড়াইয়ে পাশে থাকব: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতেফি, ১৪ অক্টোবর বিপ্লবের ৬২তম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় বলেন, “আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি—ফিলিস্তিনের ভাইদের কখনো একা ছাড়ব না এবং ন্যায়সঙ্গত সংগ্রামে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সমর্থন জানাব।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে শেষ পর্যন্ত লড়ব: চীন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 'ডোনাল্ড ট্রাম্প' চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন তার জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: “বেইজিং এই বাণিজ্যযুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে।”
তিনি আরও বলেন: “একটি দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে চীন সবসময় জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
রাশিয়া পশ্চিমা অবকাঠামোতে নাশকতা চালাচ্ছে: ন্যাটো মহাসচিবের অভিযোগ
ন্যাটো মহাসচিব মার্ক রুতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন: “মস্কো পশ্চিমা দেশের অবকাঠামো, প্রতিরক্ষা শিল্প এবং সামরিক স্থাপনাগুলিতে নাশকতা চালাচ্ছে এবং রাশিয়া এখনও অত্যন্ত বিপজ্জনক।”
তিনি সতর্ক করে বলেন: “রাশিয়ার হুমকি ও সক্ষমতাকে আমরা হালকাভাবে নেওয়া উচিত নয়।”
ভারত–ইন্দোনেশিয়া সামরিক সহযোগিতা বাড়াচ্ছে
ভারতের বিমানবাহিনীর তথ্য কেন্দ্র এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে জানিয়েছে: “ভারত ও ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর ষষ্ঠ দফা যৌথ বৈঠক ৭ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত বালিতে অনুষ্ঠিত হয়েছে।” বৈঠকে প্রশিক্ষণ সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার বিমানবাহিনীও এক্স-এ জানিয়েছে, “দুই পক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ সহযোগিতা উদ্যোগে একমত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সুখোই–৩০ ফোরাম’ গঠন করে যৌথ প্রশিক্ষণ সমন্বয় এবং ভারতীয় ট্যাঙ্কার বিমানের মাধ্যমে ইন্দোনেশীয় যুদ্ধবিমানগুলোর জন্য আকাশে জ্বালানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।”
যুক্তরাজ্যে জাতিগত ও লিঙ্গভিত্তিক বৈষম্য
ব্রিটেনের অন্যতম প্রাচীন শ্রমিক ইউনিয়ন জিএমবি (GMB) এক প্রতিবেদনে জানিয়েছে: “পার্লামেন্টের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর কর্মীরা সাদা সহকর্মীদের তুলনায় বছরে গড়ে প্রায় ২,০০০ পাউন্ড কম বেতন পান।”
১৭৪ জন সংসদ সদস্য ও কর্মীর বেতন তথ্য বিশ্লেষণ করে ইউনিয়নটি বলেছে, “যুক্তরাজ্যের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়েও বেতন বৈষম্য কাঠামোগত ও দীর্ঘস্থায়ী।”
প্রতিবেদন অনুযায়ী, নারী কর্মীরা পুরুষদের তুলনায় বছরে গড়ে ১,০০০ পাউন্ড কম বেতন পান, প্রতিবন্ধী কর্মীরা গড়ে ৬৪৬ পাউন্ড কম পান। আর বর্ণনাগত মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এবং তাদের বার্ষিক আয় পুরুষদের তুলনায় প্রায় ৬,০০০ পাউন্ড কম বলে রিপোর্ট করা হয়েছে।
রাশিয়া সবসময় ইরানের পরমাণু কর্মসূচির পাশে: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “মস্কো সবসময় তেহরানের পারমাণবিক কর্মসূচির সমর্থক এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা রাশিয়া–ইরানের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় কোনো বাধা সৃষ্টি করবে না।”
তিনি আরও বলেন: “তিন ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা চালুর যে পদক্ষেপ নিয়েছে, তা সম্পূর্ণ অবৈধ ও লজ্জাজনক। পশ্চিমা দেশগুলো জাতিসংঘে এক নাটক মঞ্চস্থ করেছে এবং দাবি করেছে যে, জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার কার্যকর হয়েছে—যা বাস্তবে সত্য নয়। ইরান কোনো সময় পরমাণু চুক্তি (জেসিপিওএ) ভঙ্গ করেনি; বরং যুক্তরাষ্ট্রই প্রথম তা লঙ্ঘন করেছে এবং ইউরোপ তার প্রতিশ্রুতি রক্ষা করেনি।”
পার্সটুডে/এমএআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।