ইরানের সাথে অব্যাহত কূটনৈতিক আলোচনার আহ্বান গ্রোসির
https://parstoday.ir/bn/news/world-i153216-ইরানের_সাথে_অব্যাহত_কূটনৈতিক_আলোচনার_আহ্বান_গ্রোসির
পার্সটুডে-লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি জোর দিয়ে বলেছেন, গাজা ও লেবাননের পরিস্থিতি জটিল। তবে হামাসকে নিরস্ত্র করা একটি অসম্ভব ভাবনা এবং ইহুদি শাসকগোষ্ঠীর বৃহৎ পরিসরে যুদ্ধ শুরু করার ক্ষমতা নেই।
(last modified 2025-10-20T13:42:26+00:00 )
অক্টোবর ২০, ২০২৫ ১২:০৬ Asia/Dhaka
  • আইআরআইবির একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি
    আইআরআইবির একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি

পার্সটুডে-লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি জোর দিয়ে বলেছেন, গাজা ও লেবাননের পরিস্থিতি জটিল। তবে হামাসকে নিরস্ত্র করা একটি অসম্ভব ভাবনা এবং ইহুদি শাসকগোষ্ঠীর বৃহৎ পরিসরে যুদ্ধ শুরু করার ক্ষমতা নেই।

গাজা ও লেবাননে ইহুদি শাসকগোষ্ঠীর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানি বলেন, হামাসকে নিরস্ত্র করা একটি অসাধ্য ও অসম্ভব ভাবনা। আসলে ইহুদি শাসকগোষ্ঠীর বড় পরিসরে যুদ্ধ শুরু করার ক্ষমতা নেই।

পার্সটুডে জানিয়েছে,  আমানি বলেন, ইসরায়েল তার প্রতিশ্রুতি মানছে না। তারা এখন সীমিত আক্রমণ চালাচ্ছে এবং বলেছ যে একটি নির্দিষ্ট সীমার অধীনে অভিযান চালিয়ে সংঘাতের বিস্তার রোধ করার চেষ্টা করছে!

লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমানি আরও বলেন, হামাস কেবল তিনটি শর্ত মেনে নিয়েছে। যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং পুনর্গঠনের জন্য ক্রসিং খুলে দেওয়া। তবে কোনও চাপিয়ে দেওয়া রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করেনি। তিনি আরও বলেন, নেতানিয়াহু হিজবুল্লাহ বা প্রতিরোধ সংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া ছাড়াই সীমিত পরিমাণে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তার কট্টর মন্ত্রিসভার মন্ত্রীদের সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন।

ইহুদি শাসকগোষ্ঠীর ৮০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ৯৭ জন শহীদ এবং ২৩০ জন আহত

গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইহুদিবাদী শাসনতন্ত্র ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে ৯৭ জন ফিলিস্তিনি শহীদ এবং ২৩০ জন আহত হয়েছে।

১৩ অক্টোবর, ২০২৫, সোমবার মিশরের আয়োজনে শার্মুশ-শেখ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে মিশর ও মার্কিন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ২০ টিরও বেশি দেশের প্রধান এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শীর্ষ সম্মেলনে অন্যান্য আঞ্চলিক নেতাদের সাথে তথাকথিত গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটর পাজ জয়ী

ডানপন্থী বলিভিয়ার সিনেটর রদ্রিগো পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়ে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়েছেন। পাজের প্রতিপক্ষ, জর্জ টুটু কুইরোগা যিনি ডানপন্থী প্রার্থী ছিলেন। তিনি ৪৫.৪ শতাংশ ভোট পেয়ে হেরে গেছেন। এই নির্বাচনের মাধ্যমে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের দীর্ঘস্থায়ী শাসনের অবসান ঘটল। যারা ২০০৬ সাল থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবে দেশ শাসন করে আসছে।

আমেরিকা ইসরায়েলের মিথ্যাচারে বিশ্বাস করে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস-এর মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইহুদিবাদী শত্রু গাজা উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিষ্ঠাতা। তারা এই অঞ্চলে নিরাপত্তা সহ্য করতে পারে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে ইসরাইল যে মিথ্যা প্রচার করে তা মেনে নেয়।

কাসেম আরো বলেছেন, গাজা উপত্যকার বাসিন্দাদের উপর হামাসের আক্রমণ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থান 'অপবাদমূলক এবং ভিত্তিহীন'। হামাসের মুখপাত্র বলেন, দখলদার সরকার একদিকে ক্রমাগত হামাসের বিরুদ্ধে উসকানি দিচ্ছে অন্যদিকে ওয়াশিংটন তার বক্তব্য পুনরাবৃত্তি করছে এবং গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তেল আবিবের অপরাধ ধামাচাপা দিচ্ছে।

গ্রোসি ইরানের সাথে অব্যাহত কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরানের সাথে সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অব্যাহত কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন।

নিউজুরচার জেইতুং সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে গ্রোসি স্বীকার করেছেন, আইএইএ পরিদর্শকরা বিশ্বাস করেন যে, ইরান একাধিকস্থানে উল্লেখযোগ্য পরিমাণে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রাখেনি।

আইএইএ পরিদর্শকদের ইরানি স্থাপনাগুলিতে প্রবেশাধিকার পাওয়ার সম্ভাবনা সম্পর্কে গ্রোসি বলেছেন, এটি কেবল তখনই সম্ভব হবে যখন ইরান এটিকে তার জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ বলে স্বীকৃতি দেবে।

ট্রাম্প এবার কলম্বিয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে মাদক দাবির পুনরাবৃত্তি করেছেন

সামাজিক নেটওয়ার্ক ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোকে সেদেশের বিশাল মাদক উৎপাদনকে সমর্থন করার অভিযোগ করেছেন।

ভেনেজুয়েলা সম্পর্কে তিনি আগে যে দাবি করেছিলেন তার পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, কলম্বিয়াকে মার্কিন আর্থিক সহায়তা এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। তিনি হুমকি দিয়ে বলেন,  যদি পেট্রো মাদক চাষ বন্ধে পদক্ষেপ না নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং কলম্বিয়ার আঞ্চলিক জলসীমায় 'হত্যা' করার অভিযোগ তুলেছিলেন। আর সেরকম ঘটনা ঘটেছে।#

পার্সটুডে/জিএআর/২০