বেইজিং চলচ্চিত্র উৎসবে ইরানি ও ব্রাজিলিয় চলচ্চিত্রের ঔজ্জ্বল্য
রাশিয়া বিশ্ব ফোরামে বিশ্বব্যাপী আস্থা তৈরিতে মিডিয়ার ভূমিকা পর্যালোচনা
-
বেইজিং চলচ্চিত্র উৎসবে ইরানি ও ব্রাজিলিয় চলচ্চিত্রের ঔজ্জ্বল্য
পার্সটুডে-চীনের রাজধানীতে ষষ্ঠ বেইজিং আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব তরুণ দর্শক, চারুকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্প কর্মীদের উপস্থিতিতে সমাপ্ত হয়েছে।
৬ষ্ঠ বেইজিং আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পরিচালক লি গে টিভি ব্রিকসের সাথে একান্ত সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, এ বছর বিশ্বজুড়ে সেরা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছে এবং দর্শকদের সাংস্কৃতিক বৈচিত্র্য অনুভব করার সুযোগ দেওয়া হয়েছে। পার্সটুডে আরও জানায়, লি গে বলেছেন: "টিভি ব্রিকসের সাথে সহযোগিতা আন্তর্জাতিক বিনিময় এবং সৃজনশীল আদান-প্রদানের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্রিকস সদস্য দেশগুলোর চলচ্চিত্রের জন্য একটি বিশেষ বিভাগ তৈরি করা অংশগ্রহণকারীদের মধ্যে সংলাপ এবং সমন্বয়কে শক্তিশালী করেছে। সেইসাথে বিশ্বব্যাপী দর্শকদের কাছে আরও অনুপ্রেরণামূলক এবং আকর্ষণীয় গল্পও উপস্থাপন করেছে।"
এই উৎসবের শেষে এবং ব্রিকস দেশগুলোর প্রতিযোগিতামূলক বিভাগে; ইরানের রেহানেহ কাভেশের লেখা "নৌকা নং ৫" এবং ব্রাজিলের "দ্য লাইটহাউস বিয়ার"-কে টিভি ব্রিকস দুটি অসাধারণ শিল্পকর্ম হিসেবে উপস্থাপন করেছে।
উৎসবে অংশগ্রহণকারীরা একটি বিস্তৃত শিক্ষামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন যার মধ্যে রয়েছে বিশেষায়িত ক্লাস, বক্তৃতা এবং সৃজনশীল কর্মশালা। এই কর্মসূচিতে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিশেষজ্ঞরা নির্দেশনা, অভিনয়, দৃশ্যমান গল্প বলা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র বিতরণে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
রাশিয়া ওয়ার্ল্ড ফোরামে বিশ্বব্যাপী আস্থা তৈরিতে মিডিয়ার ভূমিকা পর্যালোচনা
আন্তর্জাতিক টিভি ব্রিকস নেটওয়ার্কের সহযোগিতায় মস্কোতে অনুষ্ঠিত ১৭তম রাশিয়া ওয়ার্ল্ড ফোরামে "মিডিয়ার নতুন মাত্রা: সংলাপ এবং বিশ্বাসযোগ্যতা শক্তিশালীকরণ" শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনটি পরিচালনা করেন টিভি ব্রিকসের সিইও জানা টলস্টিকোভা এবং দক্ষিণ আফ্রিকার আফ্রিকান টাইমস সংবাদপত্রের প্রধান সম্পাদক মহাশা পিয়েট রাম্পাদি।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা দেশ ও জাতির মধ্যে আস্থা তৈরিতে আন্তর্জাতিক মিডিয়া সহযোগিতার মূল ভূমিকার ওপর জোর দেন। বিশেষজ্ঞরা যৌথ উদ্যোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্বচ্ছ ও বিশ্বস্ত মিডিয়া স্পেস তৈরি, বহুমুখী তথ্য স্পেস গঠন এবং ব্রিকস ও ব্রিকস প্লাস-এর কাঠামোর মধ্যে জনগণের সাথে সহযোগিতা বিকাশের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।