মোসাদ ও সিআইএ'র গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করল ইয়েমেন
ইরান-পাকিস্তান বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত হবে: বাকের কলিবফ
-
মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে: ইরানের সংসদ (মজলিস) স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ তেহরান ও ইসলামাবাদের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন, “পাকিস্তানে আমি দুটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক করেছি- একটি ওই দেশের বাণিজ্য চেম্বার ফেডারেশনের সদস্যদের সঙ্গে এবং আরেকটি ইরান ও পাকিস্তানের ব্যবসায়িক উদ্যোক্তাদের সঙ্গে।”
কলিবফ বলেন, বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক লেনদেন প্রায় ৩ বিলিয়ন ডলার; যা কোনোভাবেই সন্তোষজনক নয়। উভয় পক্ষই এই অবস্থার পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ১০ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে। তিনি জানান, কৃষি, জ্বালানি, পেট্রোকেমিক্যাল, ওষুধ, ন্যানোপ্রযুক্তি, তেল, গ্যাস ও শিল্পপণ্যসহ বহু খাতে বিশাল সম্ভাবনা রয়েছে যা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।"
কলিবফ জোর দিয়ে বলেন, “এই সহযোগিতা শুধু দুই দেশের জনগণের জন্য নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্যও উপকারী হবে।”
আমেরিকাজুড়ে ২০০০টিরও বেশি ফ্লাইট বাতিল
মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে কর্মী সংকট এবং দেশের ৪০টি বড় বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট হ্রাসের কারণে ২০০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি ফক্স নিউজকে বলেন, “সরকারি শাটডাউন আমাদের কর্মী সংকটকে আরও তীব্র করেছে। মূল সমস্যা হলো— আমাদের বিমান ট্রাফিক কন্ট্রোল কর্মীরা বেতন পাচ্ছেন না। ফলে অনেকেই বাধ্য হয়ে ওয়েটার বা ট্যাক্সিচালকের মতো দ্বিতীয় কাজ খুঁজছেন এবং টাওয়ারে এসে তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করতে পারছেন না।”
জার্মানির ৬৪ শতাংশ মানুষ চ্যান্সেলর মের্টসের প্রতি অসন্তুষ্ট
ইনসা সমাজবিজ্ঞান ইনস্টিটিউট পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ জার্মান নাগরিক দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের কর্মদক্ষতায় অসন্তুষ্ট।
জরিপ অনুযায়ী, অক্টোবর মাসের শেষের তুলনায় অসন্তুষ্টির হার ২ শতাংশ বেড়েছে। মাত্র ২৭ শতাংশ অংশগ্রহণকারী মের্ৎসের কর্মক্ষমতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন এবং ৯ শতাংশের এ বিষয়ে কোনো মতামত নেই।
সানার কৃতিত্ব: মোসাদ ও সিআইএ-এর গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি বিশেষ নিরাপত্তা অভিযানে মার্কিন সিআইএ, ইসরায়েলি মোসাদ ও সৌদি গোয়েন্দা সংস্থার যৌথ পরিচালন কক্ষের সঙ্গে যুক্ত একটি বড় গুপ্তচর চক্রকে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কটি বেশ কয়েকটি হামলায় ইয়েমেনি বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডে জড়িত ছিল— যেসব হামলা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে ঘরবাড়ি, বাজার ও জনবহুল স্থানে চালানো হয়েছিল। তারা শত্রুপক্ষকে নির্দিষ্ট স্থাপনার অবস্থান ও তথ্য সরবরাহ করে ইয়েমেনের জনগণের স্বার্থে ক্ষতি সাধন এবং অর্থনৈতিক চাপ বাড়াতে সহযোগিতা করেছিল। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক বক্তব্যও প্রকাশ করেছে।
ট্রাম্প-রুবিও, তোমরা মিথ্যাবাদী: কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে 'মিথ্যাবাদী' বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, “ট্রাম্প-রুবিও, তোমরা এবং তোমাদের সহযোগীরা মিথ্যা বলছো। যাদের তোমরা হত্যা করছো, তারা মাদক ব্যবসায়ী নয়।”
পেত্রো আরও বলেন, “আজকের পৃথিবীতে গণতন্ত্র মৃত, আর বর্বরতাই আধিপত্য বিস্তার করছে।”
পার্সটুডে/এমএআর/৯