আমরা কোনও অভিভাবকত্ব গ্রহণ করব না: নিকোলাস মাদুরো
ইরান ও রাশিয়া একটি সামুদ্রিক পরিবহন কনসোর্টিয়াম গঠনে সম্মত
-
কাজেম জালালি, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত
পার্সটুডে-রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে প্রথম যৌথ সামুদ্রিক পরিবহন কনসোর্টিয়াম গঠনের চুক্তি করতে সম্মত হয়েছে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গতকাল রোববার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, ইরান ও রাশিয়ার মধ্যে প্রথম যৌথ সামুদ্রিক পরিবহন কনসোর্টিয়াম গঠনের চুক্তিতে পৌঁছেছে। তিনি বলেন, এই চুক্তিটি ৫ এবং ৬ নভেম্বর মাখাচকালায় দুই দেশের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধান, সিনিয়র সরকারি ব্যবস্থাপক এবং বৃহৎ কোম্পানির পরিচালকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল।
পার্সটুডে লিখেছে, কাজেম জালালি আরো বলেন, এই কনসোর্টিয়ামের কাঠামো নিয়ে একমত হয়েছেন এবং সিদ্ধান্ত হয়েছে যে এর বিশদ বিবরণ এবং আনুষ্ঠানিক লেখা আগামী মাসের মধ্যে খসড়া করা হবে।
জালালি বলেছেন, এই কনসোর্টিয়াম দুই দেশের মধ্যে বাণিজ্য, ট্রানজিট এবং সম্মিলিত পরিবহনকে কৌশলগত লক্ষ্য হিসেবে ব্যাপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে।
আমরা কোনও ম্যান্ডেট গ্রহণ করব না: মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান সম্প্রদায় (CELAC) এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন নিয়ে লিখেছেন, আমি নেতাদের কাছে এই শীর্ষ সম্মেলনকে আমাদের নিঃশর্ত প্রতিরক্ষা ঘোষণা করার জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপে পরিণত করার জন্য অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলা খুব স্পষ্টভাবে ঘোষণা করছে যে, তারা কোনও অভিভাকত্ব বা ম্যান্ডেট গ্রহণ করে না এবং করবেও না।
ইরাকে বিশেষ ভোটে অংশগ্রহণের হার ৮২.৪২ শতাংশ
ইরাকের স্বাধীন উচ্চ নির্বাচন কমিশন বিশেষ নির্বাচনে ভোটার অংশগ্রহণের আনুষ্ঠানিক হার ৮২.৪২ শতাংশ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, প্রায় ১.৩১৩ মিলিয়ন যোগ্য ভোটারের মধ্যে, ১.১ মিলিয়ন মানুষ ভোট দিয়েছেন। বেসরকারী প্রতিবেদন থেকে জানা যায় যে দেশটির অন্তবর্তী সরকার ও জোটের নেতা সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এখন পর্যন্ত অন্য সকল প্রার্থীর চেয়ে এগিয়ে।
বেশিরভাগ আমেরিকান তাদের পরিবারকে ক্ষুধার্ত থাকতে উদ্বিগ্ন
পেরিয়ানডেম ইনস্টিটিউটের একটি জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি বন্ধের কারণে পরিবারগুলো তাদের খাবার বাদ দিতে বাধ্য হবে বলে বেশিরভাগ মার্কিন নাগরিক উদ্বিগ্ন। জরিপ অনুসারে, প্রায় ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে বন্ধের ফলে ক্ষুধা বৃদ্ধি পাবে এবং ৮৩ শতাংশ বলেছেন যে পরিবারগুলি খাবার বাদ দিতে বাধ্য হবে।
ইউক্রেনের কারণে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে না: স্টলটেনবার্গ
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো'র সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো থেকে প্রত্যাহারের হুমকির কথা উল্লেখ করে বলেছেন, 'সেই সময় আমি এই জোটের পতন নিয়ে চিন্তিত ছিলাম।' ইউক্রেনের যুদ্ধ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং রাশিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ন্যাটোর ভূমিকা সম্পর্কে সাবেক ন্যাটো মহাসচিব আরও বলেছেন, 'ইউক্রেনের কারণে ন্যাটো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে না।'#
পার্সটুডে/জিএআর/১০