চীন ও ইরানের সাথে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/world-i153998-চীন_ও_ইরানের_সাথে_রাশিয়ার_প্রতিরক্ষা_সহযোগিতা_বৃদ্ধি
পার্সটুডে-রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সতর্ক করে বলেছেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) মস্কোর বিরুদ্ধে যে-কোনো উস্কানিমূলক পরিকল্পনা এবং পরিস্থিতি কাজে লাগাতে পারে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৩, ২০২৫ ১৭:১৮ Asia/Dhaka
  • রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু
    রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু

পার্সটুডে-রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সতর্ক করে বলেছেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) মস্কোর বিরুদ্ধে যে-কোনো উস্কানিমূলক পরিকল্পনা এবং পরিস্থিতি কাজে লাগাতে পারে।

পার্সটুডে আরও জানায়, নভোস্তি সংবাদ সংস্থার সাথে একান্ত সাক্ষাৎকারে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি রাশিয়ার বিদেশী গোয়েন্দা পরিষেবার সাম্প্রতিক বিবৃতির কথা উল্লেখ করে বলেছেন, ন্যাটো সদস্যরা রাশিয়ার উস্কানি সম্পর্কিত যে-কোনো জটিল পরিস্থিতি বিবেচনা করতে পারে। এই দেশগুলোর গোয়েন্দা পরিষেবাগুলোরও এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। রাশিয়ার বিদেশী গোয়েন্দা পরিষেবা ইতোপূর্বে এক প্রতিবেদনে বলেছিল, ইউরোপীয় ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের ভেতর ব্যাপক প্রাণহানীকর অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ওই নাশকতার জন্য রাশিয়াকে দায়ী করার চিন্তা করছে।

রুশ নিরাপত্তা পরিষদের প্রধান আরও বলেছেন ইউরোপীয় ইউনিয়ন কার্যত একটি আর্থ-বাণিজ্যিক কাঠামো থেকে সামরিক ব্লকে পরিণত হয়েছে এবং ন্যাটো নীতির ওপর ভিত্তি করে এমন হুমকি খুঁজে বেড়াচ্ছে যাকে কাজে লাগিয়ে সামরিকীকরণ ব্যয়কে ন্যায্যতা দেওয়া যায়। এর আগেও শোইগু মস্কোকে উত্তেজিত করার জন্য ন্যাটোর পরিকল্পনার প্রসঙ্গে বলেছিলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘাতের জন্য পশ্চিমাদের প্রস্তুত করার কার্যক্রম শুরু করেছে।

রাশিয়ার এই সিনিয়র কর্মকর্তা বলেছেন, রাশিয়ার পশ্চিম সীমান্তে ন্যাটোর এগিয়ে আসা এবং পশ্চিমা দেশগুলোর আগ্রাসী পদক্ষেপগুলোকে 'রুশোফোবিক দাবি' করার মাধ্যমে ন্যায্যতা অর্জন করা যেতে পারে। শোইগু আরও বলেছেন পশ্চিমা দেশগুলোর আগ্রাসনের মুখে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে।

ইরান ও চীনের সাথে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে: ন্যাটো

এদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর মহাসচিব মার্ক রুট ইরান, চীন এবং উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সহযোগিতা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন। ন্যাটো মহাসচিব মার্ক রুট বার্লিনে ন্যাটো সংলাপ ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়া তার মিত্র ইরান, চীন এবং উত্তর কোরিয়ার সহায়তায় বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টা করছে। ন্যাটো মহাসচিব আরও বলেছেন তারা তাদের প্রতিরক্ষা সহযোগিতা অভূতপূর্ব স্তরে বৃদ্ধি করেছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।#

পার্স টুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন